তিন বছরেই বাজিমাত কারাটেতে

মাত্র ছ’মাসের প্রশিক্ষণ। আর তাতেই বাজিমাত। কারাটে চ্যাম্পিয়ন হল খিয়ারা। আর কেউ নয় তিন বছরের এক খুদে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ১৩:৫৩
Share:

কারাটে চ্যাম্পিয়ন খিয়ারা সিদাত। সৌজন্যে টুইটার।

মাত্র ছ’মাসের প্রশিক্ষণ। আর তাতেই বাজিমাত। কারাটে চ্যাম্পিয়ন হল খিয়ারা। আর কেউ নয় তিন বছরের এক খুদে।

Advertisement

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। সেখানে পাঁচ বছরের প্রতিপক্ষকে হারিয়ে জাতীয় কারাটে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিয়েছে খিয়ারা সিদাত। লড়াইটা খানিক কঠিন ছিল। কারণ, প্রতিপক্ষ তার চেয়ে বয়সে খানিকটা বড়ই। যার বয়স পাঁচ বছর।

খিয়ারার বাবা কারাটে ইনস্ট্রাক্টর। ছোট বেলা থেকে বাবাকে দেখেই খিয়ারার কারাটের প্রতি ভালবাসা জন্মায়। ১৬ মাস বয়স থেকে বাবার সঙ্গে সেও প্রাকটিসে যেত। বাবাকে নকল করত। সেই থেকেই তার কারাটের প্রতি আগ্রহ। ছোট্ট মেয়ের মধ্যে প্রতিভা চিনতে অবশ্য এতটুকু দেরি হয়নি বাবা আহমেদ শাহিন সেদাতেরও। চ্যম্পিয়নশিপের জন্য ছ’মাস আগে মেয়েকে ভর্তি করিয়ে দেন ট্রেনারের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement