News Of The Day

পহেলগাঁও কাণ্ড: জল্পনা ভারতের পদক্ষেপ নিয়ে। ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। আর কী কী নজরে

ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নয়াদিল্লিতে ঘন ঘন উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে গত কয়েক দিনে। ইসলামাবাদের ছবিও প্রায় একই রকম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ড: জল্পনা ভারতের পদক্ষেপ নিয়ে, পাকিস্তানই বা কী ভাবছে

Advertisement

পহেলগাঁও কাণ্ডে সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নয়াদিল্লিতে ঘন ঘন উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে গত কয়েক দিনে। ইসলামাবাদের ছবিও প্রায় একই রকম। আমেরিকা-সহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছে দু’পক্ষই। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। পহেলগাঁও কাণ্ডের পর গত এক সপ্তাহ ধরে প্রতি রাতেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তানি সেনা। প্রয়োজন অনুসারে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে ভারত-পাক উত্তেজনার পরিস্থিতিতে নজর থাকবে আজ।

মাধ্যমিকের ফলপ্রকাশ, কেমন ফল করল পড়ুয়ারা

Advertisement

আজ প্রকাশিত হবে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফল। পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফল জেনে নিতে পারবে। সকাল ১০টা থেকে স্কুলগুলিকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারির ২২ তারিখে। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করছে মধ্যশিক্ষা পর্ষদ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হোটেলে অগ্নিকাণ্ড: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারের ভূমিকা

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা, পুলিশ এবং দমকলকে সমন্বয় রেখে ‘সারপ্রাইজ় ভিজ়িটের’ নির্দেশ দিয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় বিপজ্জনক বাড়িগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পরে পার্কস্ট্রিট এলাকায় নিজেও পৌঁছে গিয়েছিলেন ‘সারপ্রাইজ় ভিজ়িটে’। সেখানে রেস্তরাঁগুলির পরিস্থিতি দেখেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, রেস্তরাঁর ছাদ বন্ধ করা যাবে না। পরিদর্শনে গিয়ে তখনই পুরসভা এবং দমকলকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছিলেন। পরে মেয়র ফিরহাদ হাকিম জানান, বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো ব্যবস্থাও নেওয়া হবে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সরকারের বিভিন্ন দফতরের ভূমিকার দিকে নজর থাকবে আজ।

আইপিএলে গুজরাত টাইটান্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলে আজ গুজরাত টাইটান্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। দু’টি দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। ন’ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে শুভমন গিলের গুজরাত। শেষ চারটি ম্যাচের দু’টিতে হেরে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে গুজরাত। এর মধ্যে গত ম্যাচে তাদের একাই হারিয়ে দিয়েছে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। প্যাট কামিন্সের হায়দরাবাদ শেষ ম্যাচে জিতে প্লে-অফের লড়াইয়ে ফিরে এসেছে। তাদের ন’ম্যাচে ৬ পয়েন্ট। আজকের ম্যাচের পর সব দলেরই ১০টি করে ম্যাচ হয়ে যাবে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ঝড়বৃষ্টির পূর্বাভাস, নামছে পারদ! কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

আজ কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই তিন জেলার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement