News Of The Day

‘পাল্টা শুল্ক’ ঘোষণা করবেন ট্রাম্প, ভারতকে কি ছাড়। ওয়াকফ বিল পেশের সম্ভাবনা। আর কী কী

ভারত-সহ বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা মোতাবেক, আজ এই শুল্কের পরিমাণ ঘোষণা হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিদেশি পণ্যে ‘পাল্টা শুল্ক’ ঘোষণা করবেন ট্রাম্প, ‘বন্ধু’ ভারতকে কি ছাড় দেবেন

Advertisement

ভারত-সহ বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা মোতাবেক, আজ এই শুল্কের পরিমাণ ঘোষণা হওয়ার কথা। আগেই বিভিন্ন জায়গায় দিনটিকে আমেরিকার ‘মুক্তি দিবস’ হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। তার আগে সোমবার কোন কোন দেশের উপর শুল্কের খাঁড়া নামতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছে হোয়াইট হাউস। তালিকায় রয়েছে ভারতের নামও। ভারত তো বটেই, বিভিন্ন দেশের পণ্যের উপর ট্রাম্প কতটা শুল্ক চাপান, সে দিকে আজ নজর থাকবে। ‘বন্ধু’ ভারতকে তিনি কিছুটা শুল্কছাড় দেন কি না, নজর থাকবে সে দিকেও।

সংসদে অধিবেশন, লোকসভায় ওয়াকফ বিল পেশের সম্ভাবনা

Advertisement

সংসদের বাজেট অধিবেশন চলছে। মঙ্গলবার একটি হুইপ জারি করেছে বিজেপি। তাতে আজ লোকসভায় দলের সব সাংসদকে বাধ্যতামূলক ভাবে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, আজ ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পেশ করতে পারে কেন্দ্র। ওই বিল লোকসভায় পাশ করাতে যাতে সাংসদ সংখ্যার দিক থেকে সমস্যা না হয়, সে জন্যই এই হুইপ বলে অনুমান করা হচ্ছে। যদিও কোন বিল পেশ করা হবে, তা বিজেপির হুইপে উল্লেখ করা নেই। শুধু জানানো হয়েছে, আজ লোকসভায় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় পাশ করা করানো হবে। তাই প্রত্যেক দলীয় সাংসদকে লোকসভায় উপস্থিত থেকে সরকারের পদক্ষেপকে সমর্থন জানাতে বলা হয়েছে।

মাদুরাইয়ে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেসের সূচনা

আজ থেকে তামিলনাড়ুর মাদুরাই শহরে শুরু হচ্ছে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস। চলবে আগামী রবিবার পর্যন্ত। গোটা দেশেই সিপিএম রাজনৈতিক ভাবে বিপন্নতার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে সিপিএম পার্টি কংগ্রেসে কী আলোচনা করে, বাংলার প্রতিনিধিরাই বা কোন কোন প্রসঙ্গ তোলেন, সেই খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে আবার কোহলিদের খেলা, বিপক্ষে শুভমনের গুজরাত

আইপিএলে আজ আবার নামছেন বিরাট কোহলিরা। বিপক্ষে শুভমন গিলের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। বেঙ্গালুরু দু’টি ম্যাচেই জিতেছে। গুজরাত প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে জিতেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের চার জেলায়, তাপমাত্রা কমবে কি

চৈত্রের মধ্যভাগেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই গরম আপাতত কমবে না। তবে বৃদ্ধিও পাবে না। উল্টে দক্ষিণের কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তার পরেও অস্বস্তি খুব একটা কমার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। সেখানে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আইএসএলেও বেঙ্গালুরুর খেলা, সেমিফাইনালে প্রতিপক্ষ গোয়া

আইএসএলে আজ প্রথম সেমিফাইনাল। মুখোমুখি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু ও লিগ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করা গোয়া। আজ প্রথম পর্বের সেমিফাইনাল। খেলা বেঙ্গালুরুতে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় বাঁচানোর লড়াই পাকিস্তানের

আজ নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে জিতে সিরিজ়ে এগিয়ে রয়েছে নিউ জ়িল্যান্ড। আজ হারলে সিরিজ় হেরে যাবে পাকিস্তান। নিউ জ়িল্যান্ড জিতলে সিরিজ় জিতে যাবে। খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement