গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তরুণদের বিদ্রোহের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন কেপি শর্মা ওলি। অশান্তি থামাতে আপাতত সে দেশের সেনার হাতে রয়েছে শাসনভার। এই অবস্থায় নেপালের হাল কে ধরবেন, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। বুধবার রাত পর্যন্তও শোনা যাচ্ছিল নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সি সুশীলা কার্কির নাম। বৃহস্পতিবার ভেসে ওঠে আরও একটি নাম— কুল মান ঘিসিং। এই মুহূর্তে অশান্ত নেপালের অন্তর্বর্তী প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও। নেপালে বিদ্যুতের দীর্ঘমেয়াদি ঘাটতি দূর করার নেপথ্যে নানা অবদান রয়েছে তাঁর। এই অবস্থায় নেপালের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাধিক মামলা রয়েছে সিবিআইয়ের হাতে। বৃহস্পতিবার তেমনই এক মামলার চার্জগঠন হয় আলিপুর আদালতে। আজ সিবিআইয়ের হাতে থাকা এসএসসির আরও এক মামলার চার্জগঠনের শুনানি রয়েছে। বৃহস্পতিবার এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর এক প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় আদালতে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কারও বিরুদ্ধে চার্জ গঠন হল। আজও অন্য এক মামলার চার্জগঠনের শুনানি হবে। সেই মামলাতেও পার্থদের নাম রয়েছে। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
দেশের উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসাবে ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন শাসক জোট ‘এনডিএ’ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। আজ তাঁর শপথ গ্রহণ করার কথা রয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
পরশু রবিবার এশিয়া কাপে মহারণ। মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। কী ভাবে প্রস্তুত হচ্ছেন সূর্যকুমার যাদব-জসপ্রীত বুমরাহেরা? ভারতীয় দলের সব খবর আজ নজরে থাকবে।
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। দুর্গাপুজোর আগে কলকাতা পুরসভার প্রস্তুতি সংক্রান্ত বিষয় আজ উঠে আসতে পারে ‘টক টু মেয়র’ পরবর্তী আলোচনায়। শহরের রাস্তাঘাট সংস্কারের বিষয়ে মেয়র কোনও বার্তা দেন কি না, সে দিকেও নজর থাকবে আজ।
এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে পাকিস্তান। প্রথম ম্যাচে তাদের সামনে ওমান। সলমন আঘা, ফখর জামান, শাহিন আফ্রিদির পাকিস্তান ধারে-ভারে অনেকটাই এগিয়ে। তবু ওমান কি কিছুটা লড়াই করতে পারবে? না কি ভারতের বিরুদ্ধে আমিরশাহি যেরকম উড়ে গিয়েছিল, ওমানেরও একই হাল হবে? খেলা শুরু রাত ৮টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।
শুরু হয়ে গিয়েছে দলীপ ট্রফির ফাইনাল। পাঁচ দিনের ম্যাচে আজ দ্বিতীয় দিনের খেলা। দক্ষিণাঞ্চলের মুখোমুখি মধ্যাঞ্চল। প্রথম দিনই ১৪৯ রানে শেষ হয়ে গিয়েছে দক্ষিণাঞ্চল। দিনের শেষে মধ্যাঞ্চল বিনা উইকেটে ৫০। আজ খেলা শুরু রাত ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।