News Of The Day

ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি কী অবস্থায়। কেন শুভমনদের জিততেই হবে। আবহাওয়া। আর কী কী নজরে

চিন, ভিয়েতনামের পরে ইন্দোনেশিয়ার সঙ্গেও বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। তবে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সমঝোতা এখনও চূড়ান্ত হয়ে ওঠেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

চিন, ভিয়েতনামের পরে ইন্দোনেশিয়ার সঙ্গেও বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। তবে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সমঝোতা এখনও চূড়ান্ত হয়ে ওঠেনি। দু’দেশের মধ্যে আলোচনা এখনও চলছে। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে দু’দেশই চেষ্টা চালাচ্ছে। তবে বেশ কিছু ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছোনোর ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে বলে সূত্রের খবর। সেই কারণেই দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত রূপ পায়নি। ট্রাম্প এবং তাঁর প্রশাসন একাধিক বার ইঙ্গিত দিয়েছেন যে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। নয়াদিল্লি থেকেও সেই আভাস মিলেছে। এ অবস্থায় দ্বিপাক্ষিক সমঝোতা চূড়ান্ত হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।

গত কয়েক দিনের টানা বৃষ্টির পর ডিভিসি আবার জল ছাড়তে শুরু করেছে। পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়া চলছে। যা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় ৩৫ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় ১৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে দামোদর নদ তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ডিভিসি-র বক্তব্য, ঝাড়খণ্ডে টানা বৃষ্টির কারণে জলাধারে জলের চাপ বেড়েছে। তাই জল ছাড়তে হচ্ছে। এর ফলে প্লাবিত হতে পারে হুগলির খানাকুল, আরামবাগ এবং হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের মতো এলাকাগুলি। এ নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে রাজ্যের সেচ দফতর।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে। সিরিজ় জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে শুভমন গিলদের। ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় শিবিরের নতুন উদ্বেগ লর্ডস টেস্টে ব্যাটিং ব্যর্থতা।

আজ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে অত্যন্ত সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী কয়েক দিন ভারী বর্ষণ চলবে দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায়। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিও। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement