News Of The Day

হাসিনাকে নিয়ে রায়। রামমোহন রায় এবং বিজেপি। লালুর পরিবারে ভাঙন। ঠান্ডা কমবে। এ ছাড়াও আর কী কী

শেখ হাসিনাকে নিয়ে আজ রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তা সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের সরকারি সংবাদমাধ্যমে। আগে থেকেই বাংলাদেশ জুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। আজ ওই কর্মসূচির দ্বিতীয় দিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

শেখ হাসিনাকে নিয়ে আজ রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এজলাস থেকে সেই রায়ঘোষণা পর্ব সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের সরকারি সংবাদমাধ্যমে। হাসিনাকে নিয়ে রায় ঘোষণার আগে থেকেই বাংলাদেশ জুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। আজ ওই কর্মসূচির দ্বিতীয় দিন। পরিস্থিতি যাতে কোনও ভাবেই নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করে সতর্ক বাংলাদেশের পুলিশ বাহিনীও। বাসে অগ্নিসংযোগ, পুলিশ বা সাধারণ মানুষের উপর ককটেল হামলার কোনও ঘটনা দেখলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশপ্রধান। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রী। তা নিয়ে বাংলায় সরব হয়েছে তৃণমূল। রামমোহনকে নিয়ে এমন মন্তব্যে বিজেপিকে ‘বাংলাবিরোধী’ তকমা দিয়েছে তারা। প্রাথমিক ভাবে তৃণমূলের এই আক্রমণের জবাব ছিল না রাজ্য বিজেপির কাছে। মুখে কার্যত কুলুপই এঁটেছিলেন রাজ্য নেতৃত্ব। দলীয় সূত্রে বলা হচ্ছিল, এ বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্বই বলবেন। ঘটনাচক্রে, তার পরেই শিক্ষামন্ত্রী পারমারের একটি ভিডিয়োবার্তা প্রকাশ্যে আসে। তাতে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান মন্ত্রী। বিজেপি সূত্রেই খবর, ভোটমুখী বঙ্গে তাঁর ওই মন্তব্যের গভীর অভিঘাত উপলব্ধি করেই হস্তক্ষেপ করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। শেষমেশ দিল্লিই ধমক দিয়ে, মন্ত্রীকে ক্ষমা চাইতে বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কতটা সম্ভব হয়েছে, তা নিয়ে দলের অন্দরে সংশয় রয়েছে। এখন দেখার তৃণমূল বিষয়টি নিয়ে কোন পথে হাঁটে।

Advertisement

মাস ছয়েক আগে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালুপ্রসাদ যাদব। তার পর থেকেই যাদব পরিবার কার্যত দু’ভাগে বিভক্ত। বিহারে আরজেডির শোচনীয় ফলের পর সেই কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। ভাই তেজস্বী যাদব এবং তাঁর ঘনিষ্ঠদের কাঠগড়ায় তুলে বাড়ি ছেড়েছেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। রবিবার বাড়ি ছেড়েছেন লালুর আরও তিন কন্যা। এই পরিস্থিতিতে আজ যাদব পরিবারের উপর নজর থাকবে। লালু বা তেজস্বী এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন কি না, নজর থাকবে সে দিকেও।

ভোট মিটে গিয়েছে। বিহারে ক্ষমতা ধরে রেখেছে নীতীশ কুমার এবং বিজেপির জোট। তবে এ বারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী কি নীতীশই হবেন? নাকি অন্য কাউকে বেছে নেওয়া হবে? নির্বাচনের আগে থেকেই তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছিল। গণনাপর্ব মিটে যাওয়ার পরে সেই গুঞ্জন আরও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বিহারের এনডিএ শিবিরের সরকার গঠনের প্রস্তুতির দিকে নজর থাকবে আজ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার নর্দার্ন জ়োনাল কাউন্সিলরের বৈঠকে বসতে চলেছেন। বৈঠক হবে হরিয়ানার ফরিদাবাদে। দিল্লি বিস্ফোরণের পর বার বার শিরোনামে উঠে এসেছে এই ফরিদাবাদ। সেখান থেকে দিল্লি বিস্ফোরণের ঠিক আগেই উদ্ধার হয় বিস্ফোরক। উত্তর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সোমবারের এই বৈঠক করবেন শাহ। বৈঠকে উপস্থিত থাকবেন হরিয়ানা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং চণ্ডীগড়-এর প্রতিনিধিরা। ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া যৌন অপরাধের দ্রুত তদন্ত নিয়ে আলোচনা হবে।

ইডেনে আড়াই দিনে টেস্ট হেরে সিরিজ়ে পিছিয়ে পড়েছে ভারত। হারার পরে ভারতীয় দলের সমালোচনা শুরু হয়েছে। টেস্ট হারের কাটাছেঁড়া এবং গুয়াহাটি টেস্টের প্রস্তুতির দিকে নজর থাকবে।

ঘরের মাঠে ছন্দে বাংলার রঞ্জি দল। প্রথম দিন অসমের আটটি উইকেট ফেলে দিয়েছে তারা। আজ কত রান তুলতে পারবেন ব্যাটারেরা? সকাল ৯.৩০ থেকে শুরু ম্যাচ।

ফিফা ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা চলছে। আজ রাতে খেলতে নামছে একাধিক দল। জার্মানির সামনে স্লোভাকিয়া, নেদারল্যান্ডসের সামনে লিথুয়ানিয়া। দুই দলই এক পয়েন্ট পেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া খেলা রয়েছে ক্রোয়েশিয়া-মন্টেনেগ্রো, চেকিয়া-জিব্রাল্টার, মাল্টা-পোল্যান্ডের। সব ম্যাচ শুরু রাত ১.১৫ থেকে। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নামতে পারে। দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে একই ভাবে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement