International News

রাশিয়ার সঙ্গে যোগাযোগ: তদন্ত বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প

ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের তদন্তে নাক গলিয়েছিলেন। তদন্ত বন্ধ করার জন্য চাপও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, রাশিয়ার সঙ্গে গোপনে যোগসাজশ রেখে চলার ব্যাপারে তাঁর প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ভূমিকা নিয়ে যে তদন্ত করছিল এফবিআই, তা প্রেসিডেন্ট ট্রাম্পের মোটেই পছন্দ হচ্ছিল না। হোয়াইট হাউসে ডেকে এফবিআইয়ের তদানীন্তন অধিকর্তা জেমস কোমিকে তা মুখের ওপর বলেও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ২০:৩৮
Share:

ফাইল চিত্র।

ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের তদন্তে নাক গলিয়েছিলেন। তদন্ত বন্ধ করার জন্য চাপও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, রাশিয়ার সঙ্গে গোপনে যোগসাজশ রেখে চলার ব্যাপারে তাঁর প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ভূমিকা নিয়ে যে তদন্ত করছিল এফবিআই, তা প্রেসিডেন্ট ট্রাম্পের মোটেই পছন্দ হচ্ছিল না। হোয়াইট হাউসে ডেকে এফবিআইয়ের তদানীন্তন অধিকর্তা জেমস কোমিকে তা মুখের ওপর বলেও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Advertisement

মার্কিন সেনেটের সদস্য ও সেনেটের হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জ্যাসন শ্যাফেৎজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে বার বার চিঠি লিখে ও মৌখিক ভাবে প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করে যাচ্ছিলেন কোমিকে। তাতেও কাজ হচ্ছিল না দেখে হোয়াইট হাউসে ডেকে কোমিকে ট্রাম্প ওই তদন্ত অবিলম্বে বন্ধ করতে বলেন। তাঁর পদ থেকে অপসারিত হয়ে চলে যাওয়ার আগে নিজের লেখা মেমোতে সে সব লিখে যান কোমি। আর সেই সব নোটস, মেমোই সেনেটের গোয়েন্দা কমিটির কাছে পৌঁছেছে। শ্যাফেৎজ জানিয়েছেন, হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের তদানীন্তন অধিকর্তা কোমিকে বলেছিলেন, ‘‘মনে হচ্ছে, আপনি এই তদন্তটা চালিয়ে যেতে চাইছেন। কিন্তু আমি সেটা চাইছি না। এটা এখনই বন্ধ করুন।’’ ওই বৈঠক থেকে বেরিয়ে কোমি তাঁর মেমোতেই প্রেসিডেন্ট ট্রাম্পের ওই কথাগুলি লিখে রাখেন।

আরও পড়ুন- সাধারণ মানুষকে বিয়ে করে প্রাসাদ ছাড়ছেন জাপানের রাজকুমারী

Advertisement

সেনেটের হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জ্যাসন শ্যাফেৎজের কথায়, ‘‘এফবিআইয়ের তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন কি না বা তা বন্ধ করার চেষ্টা চালিয়েছিলেন কি না, ওই সব নথিপত্রই তা প্রমাণ করে দেওয়ার পক্ষে যথেষ্ট।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন