কিমকে নিয়ে শি-কে খোঁচা দিলেন ট্রাম্প

মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো আজ বলেছেন, ‘বাজে চুক্তি’ করার কোনও অর্থ নেই। তাঁর দাবি, ‘‘আসন্ন বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ে কথা যদি ভুল পথে এগোয়, আমেরিকা আলোচনা ছেড়ে বেরিয়ে যেতে প্রস্তুত।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০৪:০৫
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চিনা প্রেসিডেন্ট শি চিনফিং দক্ষ ‘পোকার-প্লেয়ার!’ আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠকের আগে প্রেসিডেন্ট শি যে ভাবে সে দেশের শাসক কিম জং উনকে প্রভাবিত করছেন, সে দিকেই ইঙ্গিত ট্রাম্পের। ইতিমধ্যেই ওই বৈঠক নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে ওভাল অফিসে এক যৌথ সাংবাদিক বৈঠকে কথা বলার সময়ে ট্রাম্প বলেছেন, এ বছরের মে মাসে চিনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই কিম আমেরিকার সঙ্গে আলোচনার ক্ষেত্রে কিছুটা অনমনীয় মনোভাব দেখাতে শুরু করেছেন। তাঁর কথায়, ‘‘দ্বিতীয় বার কিম চিন ঘুরে আসার পর থেকেই সব পাল্টে গিয়েছে। প্রেসিডেন্ট শি দারুণ পোকার প্লেয়ার! হয়তো কিছু হয়নি। কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু ওই দ্বিতীয় বৈঠকের পর থেকেই উত্তর কোরিয়ার অন্য রকম হাবভাব।’’

মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো আজ বলেছেন, ‘বাজে চুক্তি’ করার কোনও অর্থ নেই। তাঁর দাবি, ‘‘আসন্ন বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ে কথা যদি ভুল পথে এগোয়, আমেরিকা আলোচনা ছেড়ে বেরিয়ে যেতে প্রস্তুত।’’ দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যৌথ মহড়ার পর থেকেই চটেছে পিয়ংইয়্যাংও। গত সপ্তাহে তারা বৈঠক বাতিলের হুমকি দিয়েছে। বুধবার অবশ্য বিদেশি সাংবাদিকরা উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে যাত্রা শুরু করেছেন। সেখানকার পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস হচ্ছে কি না, তা খতিয়ে দেখে জানাবেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন