ট্রাম্পের ইফতারে ‘না’ মার্কিন মুসলিমদের

নৈশভোজ শুরুর আগে ট্রাম্প বলেন,  ‘‘পৃথিবীর অন্যতম মহান ধর্মকে শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে জড়ো হয়েছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ০২:০৩
Share:

সৌহার্দ্য: হোয়াইট হাউসে অতিথিদের স্বাগত জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস।

গোটা বিশ্বের মুসলিমদের ‘রমাদান মুবারক’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ইফতার নৈশভোজ দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধেবেলা হোয়াইট হাউসের এই পার্টিতে ছিলেন সৌদি আরব, কুয়েত, জর্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূতেরা। ছিলেন ট্রাম্প ক্যাবিনেটের হাতেগোনা কয়েক জন মুসলিম সদস্যও।

Advertisement

নৈশভোজ শুরুর আগে ট্রাম্প বলেন, ‘‘পৃথিবীর অন্যতম মহান ধর্মকে শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে জড়ো হয়েছি।’’ প্রচারের সময়ে যিনি যুদ্ধং দেহি স্বরে বলতেন, ‘‘মুসলিমদের এ দেশে ঢোকা বন্ধ করে দেব’’— সেই ট্রাম্পের এই সুরবদলে চমকিত অনেকেই। তাঁর আগের তিন প্রেসিডেন্ট— বিল ক্লিন্টন, জর্জ বুশ জুনিয়র এবং বারাক ওবামা আড়াই দশক ধরে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করে এসেছেন। সেই প্রথা ভেঙে প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম বছরে হোয়াইট হাউসে কোনও ইফতার পার্টি দেননি ট্রাম্প।

তাঁর ভোলবদলকে অবশ্য পাত্তা দিচ্ছেন না মার্কিন মুসলিমরা। ট্রাম্পের অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছে মার্কিন মুসলিমদের বিভিন্ন সংগঠন। হোয়াইট হাউসের কয়েক পা দূরেই এক বিক্ষোভ জমায়েতের আয়োজনও করে তারা। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্‌সের মুখপাত্র ইব্রাহিম হুপারের কথায়, ‘‘ট্রাম্প প্রশাসনের মুসলিম-বিদ্বেষী মনোভাব সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। এ দেশের কোনও মুসলিম সংগঠনের নেতাই ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দেননি।’’ প্রেসিডেন্টের আমন্ত্রণ সত্যিই কোনও মুসলিম নেতা প্রত্যাখান করেছেন কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন