International News

৭.৪ কম্পনে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মঙ্গলবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠার পর জাপানের ফুকোশিমা শহরে জারি হয়েছে সুনামি সতর্কতা। এ দিন সকাল ৬টা নাগাদ ফুকোশিমা শহরের পূর্বে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০৯:১৫
Share:

মঙ্গলবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠার পর জাপানের ফুকোশিমা শহরে জারি হয়েছে সুনামি সতর্কতা। এ দিন সকাল ৬টা নাগাদ ফুকোশিমা শহরের পূর্বে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ঢেউ আছড়ে পড়ে ফুকোশিমা ও মিয়াগির সমুদ্রতটে। তারপরই আপাতত সমগ্র সমুদ্র উপকূল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের।

Advertisement

সকাল ৮টা নাগাদ জাপানের উত্তর-পূর্ব উপকূলে সেন্ডাই বন্দরে আছড়ে পড়া টেউয়ের উচ্চতা ছিল ১.৪ মিটার অর্থাত্ ৪.৬ ফুট। জলস্তর ৩ মিটার অর্থাত্ প্রায় ১০ ফুট পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইওয়াতে ও ইবারাকিতেও জারি হয়েছে সুনামি সতর্কতা।

জাপান মেটেরোলজিক্যাল এজেন্সির রিপোর্ট অনুযায়ী কম্পেনর উত্সস্থল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে হলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। বড় কম্পনের পর বেশ কয়েক বার মৃদু কম্পন অনুভূত হয়েছে ফুকোশিমায়।

Advertisement

আরও পড়ুন: আইএস হটাতে আরও জোরদার অভিযান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement