White house

হোয়াইট হাউসের ব্রিফ্রিং রুমে প্রেস সচিবের থেকে নাকি বেশি সময় কাটায় এই টার্কি!

হোয়াইট হাউসের ব্রিফিং রুমের পোডিয়ামে প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্সের থেকে বেশি সময় কাটিয়েছে একটি টার্কি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ১২:৩৬
Share:

হোয়াইট হাউসের ব্রিফিং রুমের সেই টার্কি। ছবি এপি-র সৌজন্যে।

সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দূরত্ব বিশ্বের সকল দেশের মানুষই কম বেশি জানেন। সেই অভিযোগ এবার নতুন মাত্রা পেল এবিসি নিউজ সংস্থার হোয়াইট হাউসে নিযুক্ত সাংবাদিক অ্যালেক্স মালিনের একটি টুইট থেকে। অ্যালেক্সের কথায়, হোয়াইট হাউসের ব্রিফিং রুমের পোডিয়ামে প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্সের থেকে বেশি সময় কাটিয়েছে একটি টার্কি।

Advertisement

হোয়াইট হাউস ব্রিফিং রুমের একটি ছবি টুইট করেছিলেন অ্যালেক্স মালিন। ছবিতে দেখা যাচ্ছে, ব্রিফিং রুমের পোডিয়ামে দাড়িয়ে আছে একটি টার্কি। হোয়াইট হাউসে নিযুক্ত সাংবাদিকরা ওই টার্কির ছবি তুলছেন আর নিজেদের মধ্যে হাসাহাসি করছেন।ওই ছবির সঙ্গে অ্যালেক্স লিখেছেন, ‘‘মজার ঘটনা।সারা নভেম্বর মাসে প্রেস সেক্রেটারির থেকে হোয়াইট হাউসের ব্রিফিং রুমের পোডিয়ামে বেশি সময় কাটিয়েছে এই টার্কিটি।’’

Advertisement

এরপরই ভাইরাল হতে শুরু করে টুইটটি। রিটুইটের পাশাপাশি প্রচুর মানুষ নিজেদের মতামত জানিয়েছেন ওই টুইটে। প্রথম সারির মার্কিন দৈনিকগুলিও সরব হয়েছে বিষয়টি নিয়ে।

আরও পড়ুন: মদ, গাঁজা নয়, নেশার জন্য এ বার ব্যবহৃত হচ্ছে স্যানিটারি ন্যাপকিন!

উল্লেখ্য, গোটা নভেম্বরে প্রেস সচিব সারা স্যান্ডার্স ব্রিফিং রুমে একবারের জন্যও সাংবাদিকদের মুখোমুখি হননি। তিনি শেষবারের জন্য ব্রিফিং রুমে এসেছিলেন ২৯ অক্টোবর। ছিলেন মাত্র ২৩ মিনিট। এই পরিসংখ্যানকেই এক লাইনের ব্যঙ্গাত্মক টুইটে তুলে ধরেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুন: টেলিভিশনে বিজ্ঞাপনের দৌড়ে সবাইকে টপকে গেল বিজেপি

(আন্তর্জাতিক স্তরের বাছাই করা ঘটনাগুলো নিয়েবাংলায় খবরজানতে পড়ুন আমাদেরআন্তর্জাতিকবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement