Kizilelma Unmanned Jet of Turkey

ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হল ফাইটার জেট! আকাশযুদ্ধের নতুন ইতিহাস তৈরি করল তুরস্ক

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উপকূলীয় সিনোপ ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষায় তুরস্কে নির্মিত গোকডোগান ‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র এবং মুরাদ আইসা রাডার ব্যবহার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮
Share:

তুরস্কের কিজ়িলেলমা জেট ড্রোন। ছবি: সমাজমাধ্যম থেকে নেওয়া।

আকাশযুদ্ধকে নতুন মাত্রা দিল তুরস্ক! এই প্রথম বার চালকবিহীন জেট-ইঞ্জিন-চালিত যুদ্ধবিমান (ফাইটার ড্রোন) দিয়ে ‘আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র’ (‘এয়ার টু এয়ার মিসাইল) নিক্ষেপ করে উড়ন্ত লক্ষ্যবস্ত ধ্বংসে সক্ষম হল ইউরোপের মুসলিম দেশটি।

Advertisement

ড্রোনযুদ্ধের ইতিহাসে এই প্রথম এমন কৃতিত্ব অর্জনে সক্ষম হল কোনও দেশ। সে দেশের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চালকবিহীন যুদ্ধবিমান কিজ়িলেলমা থেকে ছোড়া ‘আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র’ নিখুঁত লক্ষ্যে জেট-ইঞ্জিন-চালিত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়েছে। পরীক্ষার সময় নজরদারির জন্য ব্যবহার করা হয় এফ-১৫ যুদ্ধবিমান।

যুদ্ধ ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়ন্ত কোনও জেট ইঞ্জিন বিমানকে নিশানা করে হামলার সফল পরীক্ষার ঘটনা ইতিহাসে এই প্রথম। যদিও এই পরীক্ষা সম্পর্কে বিশদ তথ্য দেয়নি তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সরকার। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উপকূলীয় সিনোপ ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষায় তুরস্কে নির্মিত গোকডোগান ‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র এবং মুরাদ আইসা রাডার ব্যবহার করা হয়েছে। সেগুলি তুরস্কেরই দেশীয় প্রযুক্তিতে তৈরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement