প্রস্তর যুগের এই শহর ডিসেম্বরেই জলে ডুবে যাবে!

তুরস্কের এই শহরই বিশ্বের মধ্যে এখনও টিকে থাকা সব থেকে পুরনো। ধীরে ধীরে তা জলের তলায় তলিয়ে যেতে চলেছে। কিন্তু কেন? জেনে নিন—

Advertisement
সংবাদ সংস্থা
ইস্তানবুল শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১৮:১১
Share:
০১ ০৯

তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রান্তে ব্যাটম্যান এলাকায় অবস্থিত হস্নকিফ। পাশ দিয়ে বয়ে গিয়েছে ট্রাইগ্রিস নদী।

০২ ০৯

তুরস্কের ইলিসু শহরে এই টাইগ্রিস নদীর উপরেই তৈরি হচ্ছে ইলিসু বাঁধ, জলবিদ্যুৎ কেন্দ্র।

Advertisement
০৩ ০৯

সিরিয়া, ইরাক এবং তুরস্কের মধ্যে এই বাঁধ নিয়েই বিতর্ক রয়েছে। বাকি দু’দেশের অভিযোগ, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর জলের বেশির ভাগটাই তুরস্ক নিজেদের দখলে রাখবে বলে এই বাঁধ তৈরি করেছে। আর সে কারণেই জল সংকট দেখা দেবে সিরিয়া এবং ইরাকে।

০৪ ০৯

বিজ্ঞানীদের আশঙ্কা, এই বাঁধের জন্যই হস্নকিফ শহরটি জলের তলায় চলে যাবে।

০৫ ০৯

আগামী ৩১ ডিসেম্বর চালু হবে এই বাঁধ।

০৬ ০৯

ঐতিহাসিকরা জানিয়েছেন, প্রায় ১২ হাজার বছরের পুরনো তুরস্কের এই হস্নকিফ শহর। এখানে একটা সময় বাইজেনটিন, রোমান, অটোমান এবং সেলজাক সাম্রাজ্য ছিল।

০৭ ০৯

গোটা শহর জুড়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। রয়েছে প্রাচীন কালের বহু গুহা। একটা সময় সেই গুহাগুলি যুদ্ধের জন্য ব্যবহার করা হত বলে ঐতিহাসিকদের মত।

০৮ ০৯

শহরটি গড়ে তোলা হয়েছিল ভঙ্গুর পাথরে। ফলে, জলের তোড়ে পুরো শহরটি ভেসে যেতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

০৯ ০৯

শহরের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ আবাসনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement