Puzzle

এই ধাঁধার উত্তর খুঁজতে ভাইরাল হল টুইট!

এই ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে একটা টুইট। টুইটটিতে লাইক পড়েছে প্রায় তিন লক্ষ। শেয়ার হয়েছে ৯৫ হাজারেরও বেশি বার। আর সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ১০:৪১
Share:

ছবি: ব্রেট টার্নারের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে

ছোট্ট একটা ধাঁধা। যা সমাধান করতে গিয়ে তোলপাড় হল টুইটার।

Advertisement

আপনিও এই ধাঁধার উত্তর ভাবতে শুরু করে দিলেন নাকি! এই ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে একটা টুইট। টুইটটিতে লাইক পড়েছে প্রায় তিন লক্ষ। শেয়ার হয়েছে ৯৫ হাজারেরও বেশি বার। আর সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে।

৩ জানুয়ারি এই ধাঁধাটি টুইট করেন নিউ ইয়র্কের অ্যালবানির বাসিন্দা ব্রেট টার্নার। ব্রেট পেশায় একজন শিক্ষক। ব্রেট জানান, প্রথমে তাঁর ক্লাস ওয়ানে পড়া ছেলের কাছে এই ধাঁধার উত্তর জানতে চেয়েছিলেন। ছেলের উত্তর শুনে তাজ্জব বনে যান তিনি। কারণ, ছেলের উত্তর ছিল ‘মৃত্যু’। ‘সব কিছুর শুরু আর শেষ’ কী হতে পারে? বছর ছয়-সাতেকের সন্তানের কাছ থেকে এমন উত্তর পেলে বাবা-মা অবাক হবেন বইকি!

Advertisement

আরও পড়ুন: রাস্তা দাপাল বেয়াড়া, নাকাল পুলিশ

শিশুটির উত্তর এবং ধাঁধার প্রকৃত উত্তর নিয়ে এখনও জোর চর্চা চলছে টুইটারে। আপনি কি পারবেন এই ধাঁধার উত্তর দিতে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement