Afghan Supreme Court

কাবুলে সুপ্রিম কোর্টের ২ মহিলা বিচারপতিকে গুলি করে খুন

কাবুল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই ২ মহিলা বিচারপতি গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১২:১৬
Share:

নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে কাবুল। — ফাইল চিত্র

ফের বন্দুকবাজদের তাণ্ডব কাবুলে। এ বার আফগানিস্তানের সুপ্রিম কোর্টের ২ মহিলা বিচারপতিকে গুলি করে খুন করল বন্দুকবাজরা।

Advertisement

কাবুল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই ২ মহিলা বিচারপতি গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক দল বন্দুকবাজ। শহরের কেন্দ্রস্থলে এমন হামলার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হামলার জেরে আহত হয়েছেন গাড়ির চালকও।

হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছে আফগান প্রশাসন। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি জানিয়েছেন, নিহতরা শীর্ষ আদালতে কর্মরত ছিলেন। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই হামলার পিছনে কাদের হাত রয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

আরও পড়ুন: করোনায় মৃত্যু ২০ লক্ষ ছাড়াল

আরও পড়ুন: কে-টু ছুঁয়ে সফল শীতের ‘মিশন ইমপসিবল’

আফগানিস্তান জুড়ে রয়েছেন সে দেশের শীর্ষ আদালতের অন্তত ২০০ মহিলা বিচারপতি। সম্প্রতি আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা করেছে আমেরিকা। এই আবহে গত কয়েক মাস ধরে দেশ জুড়ে, বিশেষ করে কাবুলে হিংসার ঘটনা বাড়ছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে আফগান প্রশাসনের কর্তাদের কপালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন