Indian Student Death in UK

ইংল্যান্ডে দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় দুই ছাত্রের! গণপতি বিসর্জন দেখে ফেরার পথে বিপত্তি, জখম আরও পাঁচ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত দুই ছাত্রের নাম চৈতন্য তারে (২৩) এবং ঋষিতেজা রাপোলু (২১)। দু’জনেই হায়দরাবাদের বাসিন্দা ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইংল্যান্ডে পথদুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় দুই ছাত্রের। মঙ্গলবার দুপুরে (ভারতীয় সময় অনুযায়ী) লন্ডনের অদূরে এসেক্স শহরে ঘটনাটি ঘটেছে। ওই দুর্ঘটনায় আরও পাঁচ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছেন। তারা সকলেই চিকিৎসাধীন।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত দুই ছাত্রের নাম চৈতন্য তারে (২৩) এবং ঋষিতেজা রাপোলু (২১)। দু’জনেই হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। বছরখানেক আগে উচ্চশিক্ষার জন্য তাঁরা ইংল্যান্ডে গিয়েছিলেন। স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাতে এসেক্সে গণেশ বিসর্জনের উৎসব দেখে ফিরছিলেন একদল ভারতীয় পড়ুয়া। তাঁদের মধ্যে চৈতন্য ও ঋষিতেজাও ছিলেন। সে সময় র‌্যালে স্পার চত্বরের কাছে আর একটি গাড়ির সঙ্গে চৈতন্যদের গাড়ির সংঘর্ষ হয়। দুই গাড়িতে মোট ন’জন পড়ুয়া ছিলেন। সকলেই গুরুতর জখম হন। ঘটনাস্থলে মৃত্যু হয় চৈতন্যের। বাকিদের দ্রুত উদ্ধার করে রয়্যাল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ঋষিতেজার। বাকিরা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে সাই গৌতম রাভুল্লা এবং নুথান থাটিয়াকালা নামে দুই পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়াও যুবতেজা রেড্ডি গুররাম, বংশী গোল্লা এবং বেঙ্কট সুমন্ত পেন্তিয়ালার আঘাত গুরুতর।

সংঘর্ষের পরেই দুই গাড়ির চালক গোপীচাঁদ বাটামেকালা এবং মনোহর সাব্বানিকে গ্রেফতার করেছে এসেক্স পুলিশ। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল তা-ও জানার চেষ্টা করছে পুলিশ। হায়দরাবাদের নাদারগুলের বাসিন্দা চৈতন্য আট মাস আগে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। আচমকা ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা। বোদুপ্পালের ঋষিতেজার পরিবারও মঙ্গলবার ছেলের মৃত্যুসংবাদ পেয়েছেন। কেন্দ্র ও তেলঙ্গানা সরকারের কাছে মৃতদেহগুলি দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছে ছাত্রের পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement