দু’টি পাক চর উপগ্রহ পাঠাল চিন

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। তবে চিনের সাহায্যে মহাকাশে দু’টি নজরদারি উপগ্রহ পাঠাতে পেরে, এই ক্ষেত্রে ভারতের টক্কর নেওয়ার প্রশ্নে বেশ খানিকটা এগিয়ে এল পাকিস্তান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০৩:০৬
Share:

মিলল বেজিং-ইসলামাবাদ বন্ধুত্বের আর এক নমুনা! ভারতের উপর নজরদারি চালাতে পাকিস্তান দু’টি চর উপগ্রহ পাঠাল মহাকাশে। ‘পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-১ বা পিআরএসএস-১’ এবং ‘পাকটেস-১এ’। এ দু’টিকে মহাকাশে নিয়ে গেল চিনের রকেট লং মার্চ-২সি। আজ সকালে উত্তর-পশ্চিম চিনের ‘জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে পাড়ি দিয়েছে ওই রকেট।

Advertisement

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। তবে চিনের সাহায্যে মহাকাশে দু’টি নজরদারি উপগ্রহ পাঠাতে পেরে, এই ক্ষেত্রে ভারতের টক্কর নেওয়ার প্রশ্নে বেশ খানিকটা এগিয়ে এল পাকিস্তান। ২০১১-র অগস্টে যোগাযোগ উপগ্রহ ‘পাকস্যাট-১আর’-কে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছিল চিন। এর পরে অন্যান্য অনেক ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে দু’দেশের মধ্যে। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রেও যে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে তারই প্রমাণ মিলল এ দিন। চিনের সাহায্য নিয়ে পাকিস্তান দেশেই তৈরি করেছে ‘পাকটেস-১এ’ উপগ্রহটি। ‘পিআরএসএস-১’ তৈরি করেছে চিন। পাকিস্তান কিনেছে। এই নিয়ে বিদেশে ১৭টি উপগ্রহ বিক্রি করল চিনের মহাকাশ অ্যকাডেমি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement