Keir Starmer-Muhammad Yunus

হাসিনা আমলের ‘চুরির টাকা’ ফেরানো নিয়ে আলোচনা হবে না! ইউনূস-সাক্ষাতে রাজি হননি ব্রিটেনের প্রধানমন্ত্রী: রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনও দেখা করতে রাজি হননি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। স্বয়ং ইউনূসকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে ব্রিটেনের সংবাদপত্র ‘ফিনান্সিয়াল টাইম্‌স’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৩:২৯
Share:

(বাঁ দিক থেকে) শেখ হাসিনা, মুহাম্মদ ইউনূস এবং কিয়ের স্টার্মার। —ফাইল চিত্র।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনও দেখা করতে রাজি হননি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। স্বয়ং ইউনূসকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে ব্রিটেনের সংবাদপত্র ‘ফিনান্সিয়াল টাইমস’।

Advertisement

হাসিনা সরকারের বিরুদ্ধে ব্রিটেনে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। তা নিয়ে তদন্ত চলছে বাংলাদেশে। সূত্রের খবর, চার দিনের ব্রিটেন সফরে ইউনূসের অন্যতম লক্ষ্য ছিল, স্টার্মারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পাচার হওয়া টাকা দেশে ফেরানোর ব্যবস্থা করা। এর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু স্টার্মার এখনও সেই সাক্ষাতে রাজি হননি বলেই ফিনান্সিয়াল টাইম্‌স-কে জানিয়েছেন ইউনূস।

ইউনূস বলেছেন, ‘‘আমার সঙ্গে ওঁর (স্টার্মার) সরাসরি কোনও কথা হয়নি। কিন্তু আমি নিশ্চিত, পাচার হওয়া টাকা বাংলাদেশে ফেরানোর যে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, তাকে উনি সমর্থনই করবেন। কারণ, ওটা চুরির টাকা।’’ রিপোর্টে দাবি, ইউনূস এ-ও বলেছেন, ‘‘বাংলাদেশ যাতে পাচারকৃত অর্থ উদ্ধার করতে পারে, তার জন্য তাদের আইনি এবং নৈতিক ভাবে সাহায্য করা উচিত।’’ সেই সমর্থন আশা করেই যে তিনি ব্রিটেন সফরে গিয়েছেন, তা-ও ইউনূস স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

Advertisement

যদিও ফিনান্সিয়াল টাইম্‌সের রিপোর্ট অনুযায়ী, ব্রিটেন সরকারের তরফেও নিশ্চিত করা হয়েছে যে, এখনই ইউনূসের সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা নেই স্টার্মারের। এ বিষয়ে ব্রিটেন সরকারের তরফে আর কিছু জানানো হয়নি বলে জানিয়েছে সংবাদপত্রটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement