Boris Johnson

ছন্দে ফিরতে চাওয়া ব্রিটেনের চোখের বালি করোনার ভারতীয় প্রজাতি

করোনার ভারতীয় প্রজাতির ছড়িয়ে পড়া ব্রিটেনের সবকিছু খুলে দেওয়ার পরিকল্পনায় গুরুতর বিঘ্ন ঘটাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১৫ মে ২০২১ ০৯:১১
Share:

ব্রিটেনের ছন্দে ফেরা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি—রয়টার্স।

স্কুল, রেস্তঁরা থেকে অফিস বা জিম। সব কিছু খুলে একেবারে স্বাভাবিক হওয়ার পরিকল্পনা প্রায় পাকা করে ফেলেছিল ব্রিটেন। সেই মর্মে শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতিও। কিন্তু যাবতীয় প্রস্তুতিতে বিঘ্ন ঘটাল করোনাভাইরাসের ভারতীয় প্রজাতি। শুক্রবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সোমবার থেকে লকডাউন সংক্রান্ত সব রকম বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল ব্রিটেন। যদিও সেই তারিখ এ বার পিছিয়ে করা হয়েছে ২১ জুন। জুন মাসেও তা করা যাবে কি না তা নিয়ে সন্দিহান সেখানকার প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Advertisement

এ নিয়ে জনসন বলেছেন, “আমি বিশ্বাস করি না আমাদের পরিকল্পনা পিছিয়ে দেওয়ার দরকার আছে। কিন্তু আমাদের এই পরিকল্পনায় বাধা হতে পারে করোনাভাইরাসের নতুন প্রজাতি। জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা সমস্ত পদক্ষেপ করব।’’ সে দেশে দেওয়া টিকার উপরও জনগণকে ভরসা রাখতে আবেদন জানিয়েছেন জনসন। পঞ্চাশোর্ধ্বদের দ্বিতীয় টিকা দেওয়ার গতি আরও ত্বরান্বিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের ভারতীয় প্রজাতি (বি১.৬১৭.২)-এর ইতিমধ্যেই ছড়িয়েছে ব্রিটেনে বেশ কয়েকটি দেশে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ভারতীয় প্রজাতির ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন