Russia-Ukraine Conflict

মস্কোয় আলোচনা নয়, পুতিনের প্রস্তাব জ়েলেনস্কি নাকচ করার পরেই ইউক্রেনের সরকারি সচিবালয়ে হানা রাশিয়ার

রাতভর রাশিয়ার ড্রোন হানায় কিভে এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন। শুধু সরকারি সচিবালয়ই নয়, কিভের বেশ কয়েকটি বহুতলই আগুনের গ্রাসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৪
Share:

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। — ফাইল চিত্র।

ইউক্রেনের রাজধানী কিভের সরকারি সচিবালয়ে হানা রাশিয়ার। দাউ দাউ করে জ্বলছে গোটা ভবন। তবে এই হানায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাচেনকো জানিয়েছেন, রুশ হানার পরেই ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে মস্কোয় এসে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। শনিবার সেই প্রস্তাব খারিজ করে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জানিয়ে দেন, তিনি ‘সন্ত্রাসবাদীদের রাজধানীতে’ যাবেন না। উল্টে কিভে এসে পুতিনকে আলোচনার প্রস্তাব দেন জ়েলেনস্কি। ঘটনাচক্রে, তার পরেই ইউক্রেনে রুশ হানা বেড়েছে।

Advertisement

রাতভর রাশিয়ার ড্রোন হানায় কিভে এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন। শুধু সরকারি সচিবালয়ই নয়, কিভের বেশ কয়েকটি বহুতলই আগুনের গ্রাসে। কিভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টির মতো ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

গত সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, “আমি জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু ওই বৈঠকের কি কোনও মানে আছে! যদি জ়েলেনস্কির বৈঠকের বিষয়ে সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকে, তবে আমিও বৈঠকের জন্য প্রস্তুত। জ়েলেনস্কি মস্কোয় আসুন, আলোচনা হবে।” এর পরিপ্রেক্ষিতেই শনিবার জ়েলেনস্কি বলেন, “আমি সন্ত্রাসবাদীদের রাজধানীতে যাব না। আমরা ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছি। প্রতি দিনই হামলা চালানো হচ্ছে। উনি (পুতিন) বরং কিভে আসতে পারেন।”

Advertisement

প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা রুশ-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে আলাদা ভাবে বৈঠক সেরেছেন তিনি। ওই বৈঠকের পরে জানা গিয়েছিল, শীঘ্রই পুতিন এবং জ়েলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি। এই অবস্থায় দু’পক্ষই একে অপরকে শর্ত চাপালে এবং পারস্পরিক হানা চলতে থাকলে সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধ কবে থামবে, আদৌ থামবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement