গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আলস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরে ‘ভূমি বিনিময়’ চুক্তির শর্ত হিসাবে ডনেৎস্ক এলাকা চেয়েছেন পুতিন। তবে সেই শর্ত নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ার জ়েলেনস্কি।
‘দ্য গার্ডিয়ান’ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডনেৎস্ক ছাড়াও লুহানস্ক অঞ্চলেও নিজেদের দাবির কথা জানিয়েছে রাশিয়া। পুতিনের প্রস্তাব, যদি দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল দিয়ে দেওয়া হয় তবেই যুদ্ধ বন্ধ করবে রাশিয়া। প্রসঙ্গত, লুহানস্ক বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন হলেও ডনেৎস্ক-এর গুরুত্বপূর্ণ অঞ্চল রাশিয়ার দখলে। রিপোর্টে দাবি, শান্তিচুক্তির মধ্যস্থতাকারী ট্রাম্পকে পুতিন জানিয়েছেন, ওই দু’টি অঞ্চল রাশিয়া পেয়ে গেলেই রাশিয়ান সেনাবাহিনী নিজেদের এগোনো বন্ধ করবে। ইউক্রেনের খেরসন ও জ়াপোরিঝিয়া থেকে ফ্রন্টলাইন প্রত্যাহার করে নেবেন পুতিন। ট্রাম্প এই প্রস্তাব দিলে তা নাকচ করে দিয়েছেন জ়েলেনস্কি।
সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে জ়েলেনস্কি আমেরিকা যাবেন। ট্রাম্প ও জ়েলেনস্কির ওই বৈঠককে ‘অর্থপূর্ণ’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।