Trump-Zelensky Meet

পুতিনের সঙ্গে বৈঠক সেরেই জ়েলেনস্কিকে ফোন ট্রাম্পের, সোমবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুসারে, বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জ়েলেনস্কিকে জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৩:৩০
Share:

(বাঁ দিক থেকে) ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জ়েলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুসারে, বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জ়েলেনস্কিকে জানিয়েছেন ট্রাম্প। ওই সংবাদ সংস্থা ইউক্রেনের প্রেসিডেন্টকে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবারই ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাচ্ছেন জ়েলেনস্কি।

Advertisement

এএফপি-র প্রতিবেদন অনুসারে, শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরে জ়েলেনস্কি ছা়ড়াও ইউরোপের আরও তিন রাষ্ট্রপ্রধানকে ফোন করেন ট্রাম্প। তাঁরা হলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ়। তা ছাড়াও ট্রাম্প ফোনে কথা বলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েনকে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ফোন কথোপকথনে পুতিনের সঙ্গে বৈঠকের নির্যাস প্রত্যেককে আলাদা ভাবে জানান ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র।

২০২২ সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রথম থেকেই এই যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। একাধিক বার জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন। শুক্রবার আলাস্কায় প্রায় পাঁচ বছর পর ট্রাম্প এবং পুতিনের মুখোমুখি সাক্ষাৎ হয়। বৈঠক শেষে একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। কিন্তু তাঁরা সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি। কেবল নিজেদের বক্তব্য জানান। উভয়েরই দাবি, বৈঠক ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে। যদিও ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

Advertisement

পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন ট্রাম্প। ‘ফলপ্রসূ’ ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধানসূত্র বেরোয়নি। বৈঠকের পর আমেরিকার সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’-কে ট্রাম্প জানান, বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির উপর নির্ভর করছে। তাঁকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। পুতিনের সঙ্গে এর পর বৈঠক হবে জ়েলেনস্কির। তাঁরা চাইলে সেই বৈঠকে ট্রাম্পও থাকতে পারেন বলে জানিয়েছেন। তবে ট্রাম্পের এই বক্তব্যের কিছু সময় পরেই জ়েলেনস্কি জানান, সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement