America-Venezuela

আবার ভেনেজ়ুয়েলার জলসীমায় অন্দরে মার্কিন হামলা! নিহত চার, কী যুক্তি দিল ট্রাম্পের সরকার?

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, মন্তব্য, ‘‘ভেনেজ়ুয়েলা উপকূলে থাকা সত্ত্বেও জলযানটি আমেরিকার জলসীমায় প্রবেশ করতে যাচ্ছিল।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২৩:৫৩
Share:

চতুর্থবার ভেনেজ়ুয়েলায় মার্কিন হামলা হল। ছবি: সংগৃহীত।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজ়ুয়েলায় জলসীমায় আবার হামলা চালাল আমেরিকার সেনা। শুক্রবার আকাশপথে হামলা চালিয়ে একটি জলযান উড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে অন্তত চার জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে। সাম্প্রতির সময় এই নিয়ে চতুর্থবার ভেনেজ়ুয়েলায় মার্কিন হামলা হল।

Advertisement

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শনিবার হামলার দায় স্বীকার করেছেন। তাঁর যুক্তি ওই জলযানটিতে মাদক পাচার করা হচ্ছিল। এর আগেও মাদক পাচারচক্র ‘ট্রেন ডি আরাগুয়া’ কার্টেলের জাহাজ বলে চিহ্নিত করে এমন ভাবে হামলা চালিয়েছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসনের যুক্তি, আমেরিকার মাটিচে মাদক চোরাচালানের জন্য মূল দায়ী ভেনেজ়ুয়েলা। সেই কারণে লাতিন আমেরিকার দেশটিকে ‘শিক্ষা দেওয়া’ প্রয়োজন।

ট্রাম্প শনিবার সমাজমাধ্যমে এটি পোস্টে দাবি করেন, ওই জলযানটিতে এত পরিমাণ মাদক ছিল, যা ২৫ থেকে ৫০ হাজার মানুষকে হত্যা করা সম্ভব। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘ভেনেজ়ুয়েলা উপকূলে থাকা সত্ত্বেও ওই জলযানটি আমেরিকার জলসীমায় প্রবেশ করতে যাচ্ছিল।’’ যদিও পড়শি দেশে পেন্টাগনের ধারাবাহিক হামলার নেপথ্যে ‘রাজনৈতিক কারণ’ দেখছেন অনেকেই। ২০১৩ সাল থেকে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট পদে রয়েছেন নিকোলাস মাদুরো। যদিও তাঁকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানতে নারাজ ওয়াশিংটন। আমেরিকার অভিযোগ, অন্যায় ভাবে কারাকাসের কুর্সি দখল করে রেখেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement