International News

আমেরিকায় বন্দুকবাজের হামলা, কংগ্রেস সদস্যকে গুলি, জখম আরও অনেকে

বেসবল মাঠে উপস্থিত রিপাবলিকান কংগ্রেসম্যানরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর মাঠেই পড়ে গিয়েছিলেন স্টিভ স্ক্যালাইস। কিন্তু সেই অবস্থাতেই তিনি হেঁচড়ে হেঁচড়ে মাঠের বাইরের দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ১৮:১৮
Share:

গুলি চলার পর ঘটনাস্থল ঘিরে তৎপরতা মার্কিন নিরাপত্তাকর্মীদের। ছবি: রয়টার্স।

ফের বন্দুকবাজ আতঙ্ক আমেরিকায়। এ বার হামলা হল ভার্জিনিয়া প্রদেশের আলেকজান্দ্রিয়ায়। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য তথা সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ স্টিভ স্ক্যালাইসকে গুলি করা হয়েছে বলে খবর। কংগ্রেসের বেসবল টিমের প্র্যাকটিস চলাকালীন এই হামলা হয়েছে। মাঠে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছে বন্দুকবাজ। স্ক্যালাইস ছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মী। মার্কিন পুলিশ এবং মার্কিন কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে সিএনএন এই খবর জানিয়েছে।

Advertisement

আলেকজান্দ্রিয়ার যে বেসবল মাঠে বুধবার সকালে হামলা হয়েছে, বছরের পর বছর ধরেই সেখানেই প্র্যাকটিস করেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সকালেও নিয়ম মতোই শুরু হয়েছিল রিপাবলিকান টিমের প্র্যাকটিস। আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। এলোপাথাড়ি গুলি চলতে থাকে। মার্কিন কংগ্রেস সদস্যরা, কর্মীরা এবং ঘটনাস্থলে উপস্থিত অন্যরা মাঠ ছেড়ে ডাগ আউটের দিকে ছুটতে শুরু করেন। তার মধ্যেই স্টিভ স্ক্যালাইসের শরীরের পিছনের অংশে গুলি লাগে বলে জানা গিয়েছে।

এলোপাথাড়ি গুলির চিহ্ন আতঙ্ক উসকে দিচ্ছে ভার্জিনিয়ায়। ছবি: রয়টার্স।

Advertisement

বেসবল মাঠে উপস্থিত রিপাবলিকান কংগ্রেসম্যানরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর মাঠেই পড়ে গিয়েছিলেন স্টিভ স্ক্যালাইস। কিন্তু সেই অবস্থাতেই তিনি হেঁচড়ে হেঁচড়ে মাঠের বাইরের দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।

স্টিভ স্ক্যালাইস ছাড়া আর কত জন গুলিবিদ্ধ হয়েছেন, স্পষ্ট নয়। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য মো ব্রুকস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্ক্যালাইস ছাড়াও দুই পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মার্কিন কংগ্রেসের এক কর্মীও জখম হয়েছেন বলে রিপাবলিকান বেসবল টিমের অন্যতম কোচ তথা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য রজার উইলিয়ামস সিএনএন-কে জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তান এখন সন্ত্রাসের স্বর্গরাজ্য: চমকে দিয়ে মন্তব্য চিনা মুখপত্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ‘‘আমি এবং ভাইস প্রেসিডেন্ট গোটা পরিস্থিতির উপর নজর রাখছি’’, বলেছেন ট্রাম্প।

বন্দুকবাজ এখন পুলিশ হেফাজতে। তবে তার পরিচয় পুলিশ এখনও স্পষ্ট করেনি। ঠিক কী কারণে হামলা হয়েছে, সে নিয়েও পুলিশ বিশদে কিছু জানায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন