২৪ ভারতীয়ের সাজা আমেরিকায়

এই প্রথম আমেরিকায় কোনও একটি মামলায় একসঙ্গে এত জন ভারতীয়কে শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০২:০৬
Share:

প্রতীকী ছবি।

ভারতের মাটিতে কল সেন্টার খুলে কয়েক হাজার আমেরিকাবাসীকে ঠকিয়ে লক্ষ লক্ষ ডলার হাতানোর অভিযোগ ২৪ জন ভারতীয়কে হাজতবাসের সাজা শোনাল মার্কিন আদালত। এই প্রথম আমেরিকায় কোনও একটি মামলায় একসঙ্গে এত জন ভারতীয়কে শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

অভিযোগ, ইন্টারনেট থেকে নাগরিকদের তথ্য হাতিয়ে কল সেন্টার থেকে তাঁদের ফোন করা হত। মার্কিন আয়কর আধিকারিক বা অভিবাসন কর্মী পরিচয় দিত অভিযুক্তেরা।

সরকারের বকেয়া অর্থ জমা না করলে গ্রেফতারি, জরিমানার হুমকি দিয়ে টাকা চাওয়া হত। গুজরাতের আমদাবাদের কল সেন্টার থেকেই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা হত। স্থানীয় কয়েক জনকে প্রশিক্ষণ দিয়ে খাঁটি মার্কিনি উচ্চারণ শেখানো হত। তারাই ফোন করত আমেরিকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement