International News

পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ স্বর্গরাজ্য’ ঘোষণা করল আমেরিকা

দীর্ঘ দিনের মিত্র চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে এখন বেকায়দায় ফেলতে চাইছে পাকিস্তান, মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের এই আচমকা বাড়াবাড়ির পিছনে চিনা মদত রয়েছে বলেও অনেকে দাবি করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ২১:৫৩
Share:

প্রতীকী ছবি।

বিরাট ধাক্কা খেল পাকিস্তান। নওয়াজ শরিফের দেশকে ‘সন্ত্রাসবাদী’ রাষ্ট্রের তালিকায় ফেলে দিল আমেরিকা। যে সব রাষ্ট্র সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং সন্ত্রাসকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, সেই সব দেশকে এই তালিকার অন্তর্ভুক্ত করে আমেরিকা। জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাকিস্তানকেও ওই তালিকায় ফেলা হতে পারে বলে দীর্ঘ দিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছিল ওয়াশিংটন ডিসি। কিন্তু পাকিস্তান সে সবে কান দেয়নি। আফগান তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি পাকিস্তানের মাটিকে কাজে লাগিয়ে আফগানিস্তানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো ভারত-বিরোধী জঙ্গি সংগঠনগুলিও পাকিস্তানের মাটিতে নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছে। এই সব সংগঠনকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে ইসলামাবাদ। তাই কঠোরতম পদক্ষেপটি করল আমেরিকা। মার্কিন কংগ্রেসে পেশ করা বার্ষিক প্রতিবেদন ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম’-এ আমেরিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান এখন সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ স্বর্গরাজ্য’।

Advertisement

আরও পড়ুন: ভারতকে আক্রমণের সব প্রস্তুতি সেরে ফেলেছে চিন, বললেন মুলায়ম

ভারতের সঙ্গে চিনের সাম্প্রতিক টানাপড়েনের প্রেক্ষিতে পাকিস্তান তাদের ভারত-বিরোধিতা আরও বাড়িয়েছে। জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় রোজ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাক বাহিনী। ভারী গোলাবর্ষণ চালাচ্ছে তারা। দীর্ঘ দিনের মিত্র চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে এখন বেকায়দায় ফেলতে চাইছে পাকিস্তান, মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের এই আচমকা বাড়াবাড়ির পিছনে চিনা মদত রয়েছে বলেও অনেকে দাবি করছেন। ঠিক সেই মুহূর্তে যে ভাবে আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ স্বর্গরাজ্য’ বলে ঘোষণা করল, তাতে ইসলামাবাদ তো ধাক্কা খেলই। বেজিঙের অস্বস্তিও বাড়ল বলে মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন