আমেরিকায় তুষারঝড়। ছবি: রয়টার্স।
ভয়ঙ্কর তুষারঝড়ের পর এ বার সাইক্লোন বোমার চোখরাঙানি। আমেরিকার বিস্তীর্ণ অংশে জারি করা হয়েছে সতর্কতা। আবহবিদেরা সতর্ক করেছেন আমেরিকার পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন বোমা। যেটিকে ‘বম্ব সাইক্লোন’ বলেও উল্লেখ করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ক্যারোলাইনা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত এই ঝড়ের প্রভাব পড়বে। সঙ্গে চলবে তুষারপাতও। যা পরিস্থিতিতে আরও সঙ্কটময় করে তুলতে পারে। পূর্বাভাস দেওয়া হয়েছে ৩০ জানুয়ারি থেকে এই সাইক্লোন বোমার দাপট শুরু হবে দক্ষিণ-পূর্ব অংশে। নীচু এলাকাগুলিতে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ঝড়ের দাপট আরও বাড়বে। ফলে এক দিকে প্রবল গতিতে ঝড়, ভারীমাত্রায় তুষারপাত— এই দুইয়ে মিলে পরিস্থিতিকে যে আরও খারাপ পর্যায়ে নিয়ে যাবে, সেই আতঙ্কেই ভুগছেন আমেরিকাবাসী।
আবহবিদেরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি প্রভাব পড়বে নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায়। ভার্জিনিয়া, নরফক এবং র্যালে সৈতকে ৬-১২ ইঞ্চি তুষারপাত হবে। রবিবারের মধ্যে সেই ঝড় উত্তর দিকে অগ্রসর হবে। যার জেরে ভয়ানক প্রভাব পড়তে পারে নিউ ইয়র্ক, বস্টনের মতো শহরগুলিতে।
কী এই বম্ব সাইক্লোন?
ঠান্ডা হাওয়া, শৈত্যপ্রবাহ আর প্রবল তুষারপাত— প্রকৃতির এই ত্রিমুখী আগ্রাসন যখন বোমা পড়ার মতো আছড়ে পড়ে। সেই পরিস্থিতি বা বিপর্যয়কে সাইক্লোন বোমা বলা হচ্ছে।