ওবামাকে হুমকি

খোদ প্রেসিডেন্ট বারাক ওবামাকে খুনের হুমকি দিয়ে পুলিশি ফাঁদে বছর পঞ্চান্নর এক মার্কিন প্রৌঢ়। অভিযোগ দায়েরের পাশাপাশি ব্রায়ান ডি ডাচার নামের ওই ব্যক্তির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০১:৪০
Share:

খোদ প্রেসিডেন্ট বারাক ওবামাকে খুনের হুমকি দিয়ে পুলিশি ফাঁদে বছর পঞ্চান্নর এক মার্কিন প্রৌঢ়। অভিযোগ দায়েরের পাশাপাশি ব্রায়ান ডি ডাচার নামের ওই ব্যক্তির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। প্রকাশ্যে তো বটেই ফেসবুকেও একাধিক বার ব্রায়ান বলেছিলেন, ‘‘দখলদার ওবামাকে হটানো আমাদের সাংবিধানিক দায়িত্ব। সুযোগ পেলে আমিই ওঁকে গুলি করতাম।’’ বুধবার প্রথম এই মন্তব্য করেন তিনি। পুলিশের একাংশ অবশ্য এর পিছনে ব্রায়ানের মানসিক ভারসাম্যহীনতাকেই দুষছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement