Donald Trump

ট্রাম্পের নীতির বিরুদ্ধে মুখ খোলায় ‘শাস্তি’, ১৩৯ জন কর্মীকে ছুটিতে পাঠাল আমেরিকার পরিবেশ সংস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপাকে পড়লেন আমেরিকার সরকারি পরিবেশ সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ-র ১৩৯ জন কর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৬:১৮
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপাকে পড়লেন আমেরিকার সরকারি পরিবেশ সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ-র ১৩৯ জন কর্মী। সম্প্রতি ট্রাম্পের পরিবেশ সংক্রান্ত নীতির সমালোচনা করে একটি চিঠিতে গণস্বাক্ষর করেছিলেন তাঁরা। গত সপ্তাহে চিঠিটি প্রকাশ্যে আসে। তার পরেই চিঠিতে স্বাক্ষর থাকা ১৩৯ জনকে ছুটিতে পাঠানো হয়।

Advertisement

বৃহস্পতিবার ইপিএ-র তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, যদি কোনও আমলা সরকারি নীতির অন্যায় বিরোধিতা করেন, তবে তা বরদাস্ত করা হবে না। চিঠি লিখে জনমানসে বিভ্রান্তি তৈরি তৈরি করার জন্যই ১৩৯ জন কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চিঠিতে সই রয়েছে ইপিএ-র বর্তমান কর্মীদের পাশাপাশি অনেক প্রাক্তন কর্মীরও। যদিও প্রকাশ্যে আনা চিঠিতে কর্মীদের নামগুলি ঊহ্য রাখা হয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, পরিবেশনীতির তোয়াক্কা না-করেই ট্রাম্প প্রশাসন দূষণকারীদের সুবিধা পাইয়ে দিচ্ছে। আরও বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অনুমতি দিয়ে ট্রাম্প যে নির্দেশনামায় সই করেছিলেন, তারও বিরোধিতা করা হয়েছে।

Advertisement

ইপিএ আমেরিকায় মানুষের শরীর-স্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর গবেষণা চালায়। সেই মতো তারা সরকারকে কোনও প্রস্তাব বা পরামর্শ দিতে পারে। সম্প্রতি সংস্থাটির কাঠামোয় একাধিক পরিবর্তন করা হয়েছে। সংস্থাটির গবেষণা সংক্রান্ত শাখাটিকে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। গবেষণা খাতে কয়েক কোটি টাকার অনুদান বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement