International News

এইচওয়ান-বি ভিসায় আরও কড়া হচ্ছে আমেরিকা, বাড়ছে উদ্বেগ

যা আগের থেকে অনেক বেশি কঠিন করা হয়েছে। নতুন নিয়মে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি নথিপত্র জমা দিতে হবে আবেদনকারীদের। সামান্য ভুলত্রুটি থাকলেও সেই আবেদন বাতিল করা হবে বলে। সেক্ষেত্রে আবেদনকারীকে কোনও কিছু না জানিয়ে বা কোনও নোটিস না দিয়েই বাতিল করা হবে আবেদনপত্র।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১৫:৩০
Share:

এবার আবেদনকারীকে না জানিয়েই বাতিল হতে পারে এইচ ওয়ান বি ভাসায় মেয়াদ বাড়ানোর আবেদন।

এইচওয়ান-বি ভিসা নিয়ে আমেরিকায় কর্মরত বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আরও কড়া হচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার থেকে মেয়াদ বাড়ানোর আবেদনপত্রে বিন্দুমাত্র ভুল হলেও তা বাতিল করা হবে। এবং সেক্ষেত্রে আবেদনকারীকেতা জানানোও হবে না।

Advertisement

এইচওয়ান-বি ভিসা সংক্রান্ত যাবতীয় কাজকর্মের দেখভাল করে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। এই দফতর সম্প্রতি ভিসা সংক্রান্ত গাইডলাইনে কিছু বদল এনেছে, যা আগের থেকে অনেক বেশি কঠিন করা হয়েছে। নতুন নিয়মে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি নথিপত্র জমা দিতে হবে আবেদনকারীদের। সামান্য ভুলত্রুটি থাকলেও সেই আবেদন বাতিল করা হবে বলে। সেক্ষেত্রে আবেদনকারীকে কোনও কিছু না জানিয়ে বা কোনও নোটিস না দিয়েই বাতিল করা হবে আবেদনপত্র।

আগের নিয়মে আবেদনে কোনও গলদ থাকলে তা শোধরানোর সুযোগ থাকত। কিন্তু এখন আর সেই সুযোগও থাকছে না বলে ইউএসসিআইএস সূত্রে জানানো হয়েছে। শুধু তাই নয়, আবেদন বাতিল হলে তাঁদের তড়িঘড়ি নিজের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু করবে বলে দফতর সূত্রে খবর।

Advertisement

আরও পড়ুন: ট্রাপিজ়ের খেলা দেখাতে গিয়ে হাত ফস্কে নীচে, তারপর...

মার্কিন মুলুকে বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রচুর ভারতীয় কাজ করেন। এছাড়াও বড় সংখ্যায় ওষুধ ও বিজ্ঞান গবেষণা ক্ষেত্রেও প্রচুর ভারতীয় কর্মী রয়েছেন আমেরিকান সংস্থায়। নয়া এই নিয়মে এই সব ভারতীয়ের অনেকেই সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা। এমনকী, এই সব কর্মীদের একটা অংশের কর্মীদের দেশে ফিরে আসতে হতে পারে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন: টন টন সোনা বোঝাই প্রাচীন রুশ যুদ্ধজাহাজের খোঁজ মিলল কোরীয় উপকূলে

ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ১০১ ধারায় এইচওয়ান-বি ভিসা দেয় হোয়াইট হাউস। এই ভিসায় বিদেশি নাগরিকদের মার্কিন সংস্থায় কাজ করার অনুমতি দেওয়া হয়। এই ভিসায় প্রথমবারের মেয়াদ তিন বছর। তবে পরে সর্বোচ্চ ছ’বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার কাজে থাকলে সেই মেয়াদ বাড়তে পারে ১০ বছর পর্যন্ত। এই সময়ের মধ্যেই মার্কিন স্থায়ী নাগরিকত্বের আবেদন (গ্রিন কার্ড) করা যায়। পাশাপাশি, এইচওয়ান-বি ভিসা এবং গ্রিন কার্ড দু’টিই একসঙ্গেও মিলতে পারে। আবার কোনও কর্মীকে কাজ থেকে বরখাস্ত করলে বা কর্মক্ষম না হলেও নন ইমিগ্র্যান্ট ভিসা নিয়েও মার্কিন মুলুকে বসবাসের অনুমতি মেলে।

তবে এইচওয়ান-বি ভিসায় কর্মরত কর্মীদের মাঝেমধ্যেই কর্মক্ষমতার প্রমাণ দিতে হয়। নতুন নিয়েও সেই বিষয়েও মার্কিন প্রশান আরও কড়াকড়ি করতে পারে একটি সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন