Indian Student in US

‘প্যালেস্টাইন-সমর্থক’ ভারতীয় গবেষককে আমেরিকা থেকে বিতাড়িত করা যাবে না, কোর্টে স্থগিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত

প্যালেস্টাইনের সমর্থনে কথা বলার অভিযোগ ওঠায় ভারতীয় গবেষককে আমেরিকা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্ত স্থগিত করে দিলেন আমেরিকার একটি আদালতের বিচারক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১১:৩৩
Share:

ভারতীয় গবেষক বদর খান সুরি। —ফাইল চিত্র।

প্যালেস্টাইনের সমর্থনে কথা বলার অভিযোগ ওঠায় এক ভারতীয় গবেষককে আমেরিকা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করে দিল আমেরিকার এক আদালত। বৃহস্পতিবার আমেরিকার ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়া কোর্টের বিচারক প্যাট্রিসিয়া টলিভার গাইলস তাঁর তিন অনুচ্ছেদের নির্দেশনামায় জানিয়েছেন, আদালত পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ওই ভারতীয় গবেষককে আমেরিকা থেকে বিতাড়িত করা যাবে না।

Advertisement

ভারতীয় ওই গবেষকের নাম বদর খান সুরি। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণার পাশাপাশি সেখানকার ছাত্রদের পড়াতেন তিনি। সোমবার রাতে ভার্জিনিয়ায় নিজের বাড়ির বাইরে থেকে সুরিকে গ্রেফতার করা হয়। জানানো হয়, তাঁর ভিসা বাতিল করা হচ্ছে। আমেরিকার হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর (ডিএইচএস) সূত্রে জানা যায়, ওই গবেষক সমাজমাধ্যমে প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসের পক্ষে কথা বলেছেন। সুরির বিরুদ্ধে ইহুদি-বিরোধী মন্তব্য করারও অভিযোগ ওঠে।

সুরির বিরুদ্ধে মার্কিন অভিবাসন আইনের খুব কম ব্যবহৃত একটি ধারা ব্যবহার করে ট্রাম্প প্রশাসন। এই ধারা অনুযায়ী, যে সব অভিবাসী আমেরিকার জন্য ‘ক্ষতিকর’, তাঁদেরকে দেশ থেকে বহিষ্কার করতে পারে বিদেশ দফতর। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সুরির ভিসা প্রত্যাহারে সায় রয়েছে সে দেশের বিদেশসচিব মার্কো রুবিওর। সে দেশের বিদেশ দফতরের তরফে যুক্তি দেওয়া হয় যে, ওই ভারতীয় গবেষকের কার্যকলাপই তাঁকে ‘বহিষ্কারের যোগ্য’ করে তুলেছে। তাই শীঘ্রই তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। যদিও সুরির আইনজীবী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘জন্মসূত্রে সুরির আমেরিকান স্ত্রীর প্যালেস্টাইন-যোগ রয়েছে। সে কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement