নিষেধাজ্ঞায় কি ব্রিটেনও

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কোপে এ বার ব্রিটেনের বিমানবন্দরগুলিও। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও প্রশাসনিক সূত্রে এমনটাই আভাস মিলেছে। এ বার মার্কিন ফরমান চালু হতে পারে ইউরোপের কয়েকটি দেশেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:৩১
Share:

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কোপে এ বার ব্রিটেনের বিমানবন্দরগুলিও।

Advertisement

চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও প্রশাসনিক সূত্রে এমনটাই আভাস মিলেছে। পশ্চিম এশিয়া থেকে আমেরিকাগামী আটটি দেশের দশটি বিমানবন্দর থেকে আসা উড়ানে আসা যাত্রীদের হাত-ব্যাগে ল্যাপটপ, ট্যাবলেট ও কিন্ডেল অর্থাৎ স্মার্টফোনের থেকে বড় যে কোনও বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহারে গত মাসেই নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ব্রিটেনও ছ’টি মুসলিম প্রধান দেশ থেকে আসা উড়ানে গ্যাজেট ব্যবহারের উপর চাপিয়েছিল বিধি-নিষেধ। এ বার মার্কিন ফরমান চালু হতে পারে ইউরোপের কয়েকটি দেশেও।

হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র গিলিয়ান ক্রিস্টেনসেন বলেন, ‘‘আমরা আগেই বলেছিলাম, সন্ত্রাসের আবহকে মাথায় রেখে পরিস্থিতির ক্রমাগত মূল্যায়ন করব। সেই বুঝে ব্যবস্থা করা হবে। তবে এখনও নিষেধাজ্ঞা সম্প্রসারণের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement