US-China Trade Relation

কানাডা এবং মেক্সিকোর পরে ট্রাম্পের নিশানায় এ বার চিন! বেজিংয়ের পণ্যে বাড়তি শুল্কের ঘোষণা

, কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ এবং চিন থেকে আমদানি করা পণ্যের উপর ১০ শতাংশ

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই পড়শি দেশ, কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। ফেব্রুয়ারি থেকেই তা কার্যকর হচ্ছে। এ বার তাঁরা নিশানায় এশিয়ার দেশ চিন।

Advertisement

শুক্রবার রাতে ট্রাম্প জানিয়েছেন সমস্ত চিনা পণ্যের উপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। প্রসঙ্গত, গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘চিনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেজিং কোনও পদক্ষেপ করেনি। চিন যত দিন না এই বিষয়ে ব্যবস্থা নেবে, তত দিন পর্যন্ত চিনা পণ্যে শুল্ক চাপানো হবে’’

চিনা পণ্যে আরোপিত শুল্কের হার ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সে সময় জানিয়েছিলেন ট্রাম্প। শুক্রবার কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্যও ব্যাখ্যা করেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘এই পদক্ষেপের উদ্দেশ্য হল, বিপুলসংখ্যক নথিপত্রহীন অভিবাসীর অনুপ্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা। সীমান্ত দিয়ে ফেন্টানাইল (মাদক) চোরাচালান বন্ধ করা। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো।’’ চিন-সহ তিন দেশ চেষ্টা করলেও তাঁর সিদ্ধান্ত বদল হবে না বলেও জানান ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement