Russia-Ukraine Conflict

‘রেফারি’ ট্রাম্প, এই সপ্তাহেই মুখোমুখি বৈঠকে বসবেন পুতিন ও জ়েলেনস্কি? তারিখও প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন ট্রাম্প। সূত্র উদ্ধৃত করে জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘তাস’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৪:৩০
Share:

(বাঁ দিক থেকে) ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কি। গ্রাফিক: আনন্দবাজার [ডট কম।

রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক চাইছেন ট্রাম্প। সেই বৈঠকে উপস্থিত থাকতে চাইছেন তিনি নিজেও। ত্রিপাক্ষিক এই বৈঠক কবে হবে, তা-ও প্রাথমিক ভাবে জানিয়ে রেখেছেন তিনি। আমেরিকার ‘অ্যাক্সিওস’ ওয়েব পোর্টালের খবর উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘তাস’।

Advertisement

শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরেই জ়েলেনস্কিকে ফোন করেছিলেন ট্রাম্প। ফোন করেছিলেন ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স— এই তিন দেশের রাষ্ট্রপ্রধানকেও। তখনই নাকি ট্রাম্প তাঁদের জানান, তিনি আগামী শুক্রবার (২২ অগস্ট) পুতিন এবং জ়েলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চাইছেন। অবশ্য এই বৈঠক কোথায়, কখন হতে পারে, তা উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। আদৌ এই বৈঠকে পুতিন এবং জ়েলেনস্কিকে ট্রাম্প শামিল করতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

ভোটপ্রচারে ট্রাম্প দাবি করেছিলেন, ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে রুশ-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। বেশ কয়েকটি যুদ্ধ এবং সংঘাত থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করলেও সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ এখনও থামাতে পারেননি নোবেল শান্তি পুরস্কার প্রত্যাশী ট্রাম্প। জো বাইডেন আমলের মতো কঠোর মস্কো-বিরোধী অবস্থান থেকে নরমে-গরমে মস্কোর মোকাবিলা করার চেষ্টা করছেন তিনি। রাশিয়া থেকে তেল কেনার জন্য অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ভারতের উপর। আবার আলাস্কায় পুতিনকে লাল গালিচা পেতে স্বাগতও জানিয়েছেন। সেই বৈঠককে ট্রাম্প এবং পুতিন ফলপ্রসূ বলে দাবি করলেও, যুদ্ধ বন্ধ করার বিষয়ে কোনও রফাসূত্র মেলেনি সেখানে।

Advertisement

ট্রাম্প-পুতিন বৈঠকের পরেই জ়েলেনস্কি জানান, সোমবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “যদি (জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে) সব কিছু ঠিক ভাবে হয়, তা হলে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আরও একটি বৈঠক হবে।” তবে এখনও পর্যন্ত সরাসরি ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলেননি ট্রাম্প।

অন্য দিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইম্‌স সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবারের বৈঠকে জ়েলেনস্কিকে ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চল পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। দীর্ঘ দিন ধরেই পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের বিনিময়ে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়ে যাচ্ছে রাশিয়া। ডনবাস অঞ্চলের লুহানস্ক প্রদেশ ইতিমধ্যেই রাশিয়ার দখলে। তবে ওই অঞ্চলের আর এক প্রদেশ ডনেৎস্কে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা। রাশিয়া অবশ্য চায় গোটা ডনবাস অঞ্চলটি তাদের হাতে ছেড়ে দিক ইউক্রেন। কিন্তু খনিজ সমৃদ্ধ এই অঞ্চল নিরাপত্তাগত কারণেই হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আগেও রাশিয়াকে জায়গা ছাড়ার এই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন জ়েলেনস্কি।

পুতিনের সঙ্গে বৈঠকের পর থেকে ট্রাম্প বার বার দাবি করছেন যে, সংঘর্ষবিরতি চুক্তির মাধ্যমে দু’পক্ষের মধ্যে সংঘাত থামানো সম্ভব নয়। তাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি প্রয়োজন বলে জানান তিনি। ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-এর প্রতিবেদনে ইউরোপের দুই আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প ইউরোপের নেতাদের ফোনে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন জ়েলেনস্কি ডনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিলে দু’পক্ষের মধ্যে শান্তিচুক্তি হবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব জ়েলেনস্কি না-মানলে যুদ্ধ পরিস্থিতির অবনতি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement