Russia-Ukraine Conflict

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে জ়েলেনস্কিকে একটিই প্রস্তাব দেবেন ট্রাম্প! দাবি রিপোর্টে, ইউক্রেনের প্রেসিডেন্ট মানবেন?

শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানই ‘ফলপ্রসূ’ বৈঠকের কথা জানালেও সেখানে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও রফাসূত্র মেলেনি। বৈঠকের পরেই জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১২:৫৯
Share:

(বাঁ দিক থেকে) ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কি। —ফাইল চিত্র।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর একটিই পথ। এমনটাই মনে করেন ডোনাল্ড ট্রাম্প। তাই সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে ভলোদিমির জ়েলেনস্কিকে একটিই প্রস্তাব দিতে চলেছেন তিনি। এমনটাই জানানো হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে। সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি। সেই বৈঠকেই না কি ট্রাম্প জ়েলেনস্কিকে ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চল পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেবেন।

Advertisement

শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানই ‘ফলপ্রসূ’ বৈঠকের কথা জানালেও সেখানে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও রফাসূত্র মেলেনি। বৈঠকের পরেই জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। তার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই জানান যে, সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন তিনি। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “যদি (জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে) সব কিছু ঠিক ভাবে হয়, তা হলে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আরও একটি বৈঠক হবে।”

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের বিনিময়ে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়ে যাচ্ছে রাশিয়া। ডনবাস অঞ্চলের লুহানস্ক প্রদেশ ইতিমধ্যেই রাশিয়ার দখলে। তবে ওই অঞ্চলের আর এক প্রদেশ ডনেৎস্কে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা। রাশিয়া অবশ্য চায় গোটা ডনবাস অঞ্চলটি তাদের হাতে ছেড়ে দিক ইউক্রেন। কিন্তু খনিজ সমৃদ্ধ এই অঞ্চল নিরাপত্তাগত কারণেই হাতছাড়া করতে চায় না ইউক্রেন।

Advertisement

পুতিনের সঙ্গে বৈঠকের পর থেকে ট্রাম্প বার বার দাবি করছেন যে, সংঘর্ষবিরতি চুক্তির মাধ্যমে দু’পক্ষের মধ্যে সংঘাত থামানো সম্ভব নয়। তাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি প্রয়োজন বলে জানান তিনি। পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউরোপের তিন দেশ (ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি)-এর রাষ্ট্রপ্রধান এবং নেটো-র প্রধানের সঙ্গেও ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইম্‌স-এর প্রতিবেদনে ইউরোপের দুই আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন জ়েলেনস্কি ডনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিলে দু’পক্ষের মধ্যে শান্তিচুক্তি হবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব জ়েলেনস্কি না-মানলে যুদ্ধ পরিস্থিতির অবনতি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement