Dahi Handi Festival

মুম্বই এবং ঠাণেতে ‘দহি হান্ডি’ উৎসবে বড় দুর্ঘটনা, পড়ে গিয়ে মৃত দুই! আহত শতাধিক

শনিবার মহারাষ্ট্র জুড়ে ‘দহি হান্ডি’ উৎসব হয়। মুম্বই এবং ঠাণেতেও এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছিল। কয়েকশো মানুষ ওই উৎসবে হাজির হয়েছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১২:২৮
Share:

‘দহি হান্ডি’ উৎসব। ফাইল চিত্র।

মুম্বই এবং ঠাণেতে ‘দহি হান্ডি’ উৎসবে বড় দুর্ঘটনা। পড়ে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন শতাধিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে।

Advertisement

শনিবার মহারাষ্ট্র জুড়ে ‘দহি হান্ডি’ উৎসব হয়। মুম্বই এবং ঠাণেতেও এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছিল। কয়েকশো মানুষ ওই উৎসবে হাজির হয়েছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। মুম্বইয়ের আন্ধেরীতে এক মহিলার মৃত্যু হয়। তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম গাঁওদেবী পাঠক।

অন্য দিকে ওই দিন বিকেলে মানখুর্দে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মুম্বই এবং ঠাণে এই দুই শহর মিলিয়ে মোট ১১৭ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। ৭৬ জনকে প্রথামিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, ঠাণেতে এই উৎসবে অংশগ্রহণকারী ২২ জন আহত হয়ে ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে কারও মাথায় চোট, কারও কাঁধে, কারও বুক এবং কোমরে। কয়েক জনের চোট গুরুতর বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement