Donald Trump

যুদ্ধ প্রতি সপ্তাহে ৫০০০ জনের প্রাণ কাড়ছে, থামাতে সব রকম চেষ্টা করছি! রুশ-ইউক্রেন সংঘর্ষ নিয়ে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরে ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। আমেরিকা এই যুদ্ধ থামাতে চায় বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ০৯:৫৩
Share:

রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে ফের সক্রিয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দু’ঘণ্টা ফোনে কথা হয়েছে ট্রাম্পের। পুতিনের সঙ্গে ফোনালাপের পরে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি। এই যুদ্ধ পরিস্থিতি এত দূর গড়ানোর জন্য দায় ঠেলেন জো বাইডেনের প্রশাসনের দিকেও। মস্কো এবং কিভের সংঘাত নিয়ে ট্রাম্প বলেন, “প্রতি সপ্তাহে গড়ে ৫০০০ তরুণ সৈনিকের মৃত্যু হচ্ছে…! আমরা এটা থামানোর চেষ্টা করছি।”

Advertisement

রুশ-ইউক্রেন যুদ্ধে আমেরিকার মধ্যস্থতা করার চেষ্টা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে রুশ-ইউক্রেন সংঘাত নিয়ে মন্তব্য করেছেন তিনি। সোমবার পুতিনের সঙ্গে ফোনালাপের পরে ট্রাম্প ঘোষণা করেন, যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে আলোচনা শুরু করবে। অবিলম্বে আলোচনা শুরুর বিষয়ে কোনও মন্তব্য না-করলেও রুশ প্রেসিডেন্টও পরে জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত থামাতে তিনি আগ্রহী। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় ট্রাম্প বলেন, “ভ্লাদিমির পুতিন নামে একজন খুব ভাল মানুষের সঙ্গে আমার ছোট আলোচনা হয়েছে। আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে এবং আমার মনে হয় (যুদ্ধবিরতি নিয়ে আলোচনার) বিষয়টি এগোচ্ছে।”

আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা (যুদ্ধ) থামাতে চাইছি। সেখানে প্রকৃত অর্থেই রক্তস্নান চলছে। আমি কৃত্রিম উপগ্রহচিত্রগুলি দেখেছি, কী ভয়াবহ…! এটি আমাদের যুদ্ধ নয়। তাও আমাদের পক্ষে যতটা করা সম্ভব, আমরা করছি।” কথাপ্রসঙ্গে পূর্বের বাইডেন প্রশাসনের দিকেও আঙুল তোলেন তিনি। ট্রাম্পের দাবি, আগের প্রশাসনের আমলের ঘটনা তাঁকে সামাল দিতে হচ্ছে। বাইডেনের প্রশাসন কী ভাবে এমন একটি পরিস্থিতি তৈরি হতে দিল, তা নিয়েও প্রশ্ন তোলেন আমেরিকার প্রেসিডেন্ট।

Advertisement

বস্তুত, গত শুক্রবার ইস্তানবুলের রয়্যাল প্যালেসে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথম বার মুখোমুখি আলোচনা করেছিল রাশিয়া-ইউক্রেনে। কিন্তু যুদ্ধের ১১৭৭তম দিনে দু’পক্ষের প্রথম মুখোমুখি বৈঠক ফলপ্রসূ হয়নি। এর পর নতুন করে যুদ্ধবিরতির জন্য সক্রিয় হন ট্রাম্প।

ট্রাম্প-পুতিন ফোনালাপের মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। জ়েলেনস্কির দাবি, সোমবার আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দু’বার কথা হয়েছে তাঁর। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার আগেই তাঁর সঙ্গে ট্রাম্প ফোনে কথা বলেছেন বলে দাবি জ়েলেনস্কির। পরে ইউরোপীয় বিভিন্ন দেশের নেতা এবং ট্রাম্পের সঙ্গে একত্রে ফোনে কথা হয় তাঁর। যদিও জ়েলেনস্কির সঙ্গে ফোনালাপের বিষয়ে ট্রাম্প কিছু উল্লেখ করেননি। জ়েলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন সব সময় শান্তির পক্ষে। রাশিয়া যদি হত্যা বন্ধ না-করে, বন্দিদের মুক্তি না-দেয়, যদি পুতিন আবার কোনও অবাস্তব দাবি তোলেন— তবে বুঝে নিতে হবে রাশিয়া যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement