নজরে চিন, ভিয়েতনামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ওবামা

দীর্ঘ তিক্ততার অবসান। ভিয়েতনামের উপর থেকে দীর্ঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আমেরিকা। প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই ঘোষণা করলেন, ভিয়েতনামকে অস্ত্রশস্ত্র বিক্রি করার উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১৮:৩০
Share:

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স।

দীর্ঘ তিক্ততার অবসান। ভিয়েতনামের উপর থেকে দীর্ঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আমেরিকা। প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই ঘোষণা করলেন, ভিয়েতনামকে অস্ত্রশস্ত্র বিক্রি করার উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে। যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন ও ভিয়েতনামের প্রেসিডেন্ট জানিয়েছেন, দু’দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

Advertisement

প্রায় ৫০ বছর ধরে ভিয়েতনামের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল আমেরিকা। ভিয়েতনামকে যে শুধু আমেরিকা অস্ত্রশস্ত্র বিক্রি করত না তা-ই নয়, আমেরিকার মিত্র দেশগুলিও ভিয়েতনামের সঙ্গে কোনও রকম সামরিক ব্যবসা করত না। প্রেসিডেন্ট ওবামা এ বার ভিয়েতনাম সফরে গিয়ে ঘোষণা করলেন, ‘‘ভিয়েতনামকে সামরিক সরঞ্জাম বিক্রি করার উপর গত প্রায় ৫০ বছর ধরে যে নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়েছিল, তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।’’

আমেরিকার এই পদক্ষেপ নিঃসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিল। বলছে কূটনৈতিক মহল। ১৯৭৫ সালে শেষ হয় আমেরিকা-ভিয়েতনাম যুদ্ধ। তার পর থেকে এ পর্যন্ত তিন দশকে এই নিয়ে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট ভিয়েতনামে পা রাখলেন। এর আগে বিল ক্লিন্টন এবং জর্জ ডব্লিউ বুশ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন। সম্পর্কের উন্নতি তাতে হয়েছিল ঠিকই। কিন্তু ওবামা যে বিরাট পদক্ষেপ নিলেন, তা ওয়াশিংটন-হ্যানয় সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে পৌঁছে দিল বলে ওয়াকিবহাল মহল মনে করছে। যৌথ বিবৃতিতে এ দিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘‘আমেরিকা ও ভিয়েতনামের সম্পর্ক এখন বিশ্বাস এবং সহযোগিতার নতুন স্তরে পৌঁছেছে।’’ পরস্পরের উপর বিশ্বাস বেড়ে যাওয়ার কারণেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার বলে মার্কিন প্রেসিডেন্ট জানান। ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং বলেন, ‘‘এই নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রমাণ করে দিল দু’দেশই এখন পারস্পরিক সম্পর্ককে সম্পূর্ণ স্বাভাবিক করে তুলেছে।’’

Advertisement

আরও পড়ুন:

পাকিস্তানের আকাশে ঢুকে হামলা আমেরিকার, খতম তালিবান প্রধান মনসুর

প্রতিরক্ষা এবং বিদেশনীতির বিশারদরা বলছেন, ভিয়েতনাম আর আমেরিকার কাছাকাছি আসার কারণ হল চিন। ভিয়েতনামের সঙ্গে চিনের গোলমাল দীর্ঘ দিনের। স্থলসীমা এবং জলসীমা নিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েন বিস্তর। চিন যে বিস্তারবাদী নীতি নিয়েছে, তাতে আপত্তি রয়েছে আমেরিকারও। পারস্পরিক স্বার্থ সুরক্ষিত করতেই দু’দেশ কাছে আসা শুরু করেছে। ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক দিন ধরেই মজবুত। চিনের অস্বস্তি বাড়িয়ে ভিয়েতনামে নৌঘাঁটিও তৈরি করেছে ভারত। আমেরিকাও এ বার ভিয়েতনামকে কাছে টেনে নেওয়ায় দক্ষিণ এশিয়ায় চিন বিরোধী অক্ষ আরও মজবুত হল বলে প্রতিরক্ষা বিশারদদের একাংশের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন