ট্রাম্প-হটাও দাবি জোরালো

আমেরিকায় মুসলিম প্রবেশ নিষিদ্ধ করতে চেয়ে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের অধিকারই খোয়াতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস এবং পেন্টাগনের তরফে যৌথ বিবৃতিতে মুসলিম-বিরোধী মন্তব্যের জন্য আরও এক বার তিরস্কার করা হয় শিল্পপতি তথা রিপাবলিকান নেতা ট্রাম্পকে। দল থেকে তাঁকে বহিষ্কার করা নিয়েও চাপ এসেছে রিপাবলিকান পার্টির উপরে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ০৩:০৮
Share:

আমেরিকায় মুসলিম প্রবেশ নিষিদ্ধ করতে চেয়ে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের অধিকারই খোয়াতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস এবং পেন্টাগনের তরফে যৌথ বিবৃতিতে মুসলিম-বিরোধী মন্তব্যের জন্য আরও এক বার তিরস্কার করা হয় শিল্পপতি তথা রিপাবলিকান নেতা ট্রাম্পকে। দল থেকে তাঁকে বহিষ্কার করা নিয়েও চাপ এসেছে রিপাবলিকান পার্টির উপরে।

Advertisement

হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আরনেস্ট বলেন, ‘‘প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হারিয়েছেন ট্রাম্প। ওঁর মন্তব্য শুধু অপমানজনক নয়, জাতীয় নিরাপত্তা-পরিপন্থী।’’ পেন্টাগনের প্রেস সচিব পিটার কুকও একই কথা বলেছেন। তাঁর সংযোজন, ইসলাম ধর্মটাকে এ ভাবে শত্রু ভেবে নিলে ভুল হবে। কুক জানান, আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর মধ্যে যুদ্ধ লাগাতে ধর্মটাকেই ব্যবহার করছে আইএস।

ট্রাম্পকে সমর্থন না করার ডাক দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন-ও। ট্রাম্প অবশ্য এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড়। দল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। বলেছেন, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেও প্রেসিডেন্ট হিসেবে তাঁর জয় নিশ্চিত। মুসলিম-বিরোধী মন্তব্য করার পরেও ট্রাম্পের জনপ্রিয়তা কত, তা যাচাই করে নিতে গত কাল একটি সমীক্ষা করেছিল স্থানীয় এক নিউজ চ্যানেল। তাতে দেখা গিয়েছে সমর্থকদের ৭০% এখনও পাশে রয়েছেন শিল্পপতির!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন