Video

বাড়ি সেজেছে বরফের ঝরনায়! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এমনই একটা ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইউটিউব-সহ একাধিক প্ল্যাটফর্মে ঘুরছে এই ভিডিও। দেখে মনে হতেই পারে যেন রূপকথার কোনও দৃশ্য বাস্তবে ধরা দিয়েছে চোখের সামনে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

ছ’ তলা বাড়িটার পাঁচতলা থেকে যেন পুরু তুলোর চাদর ঢেউ খেলে ধাপে ধাপে নীচে নেমে এসেছে। দেখে মনে হচ্ছে যেন বরফের ঝরনা নেমে এসেছে বাড়ির উপর থেকে। বাড়ির সামনেই রয়েছে সুন্দর বরফে ঢাকা গাছ। দেখে মনে হতেই পারে যেন রূপকথার কোনও দৃশ্য বাস্তবে ধরা দিয়েছে চোখের সামনে!

Advertisement

এমনই একটা ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইউটিউব-সহ একাধিক প্ল্যাটফর্মে ঘুরছে এই ভিডিও।

দেখুন ভিডিও:

Advertisement

চিনের উত্তর-পূর্বের লিয়াওনিং প্রদেশের আনশানে তোলা হয়েছে এই ভিডিওটি। বরফের এই ঝরনাটি লম্বায় প্রায় ১০ মিটার। ভাবছেন এমন বরফের চাদরে বাড়িটার সামনে ঢেকে গেল কী করে?

আরও পড়ুন: দু’টি গাড়ির সংঘর্ষে মাঝ রাস্তায় ছিটকে পড়ল বালক! তারপর...

পুষ্যি নিয়ে দিক ভুলে সমুদ্রে সাত মাস! উদ্ধার নাবিক

জানা গিয়েছে, পরিত্যক্ত এই বাড়িটিতে জলের পাইপ লিক করে জলে ভাসছিল গত অক্টোবর থেকেই। কিন্তু সম্প্রতি ঘর উপচে অঝোর ধারায় জল পড়তে থাকে বাড়িটির পাঁচতলা থেকে, প্রচণ্ড ঠান্ডায় যা জমে এমন বরফের পুরু চাদরের আকার নিয়েছে। স্থানীয়রা এখন বরফে ঢাকা বাড়ির সামনে ছবি তুলতে ব্যস্ত। পরিত্যক্ত এই বাড়িটি তাঁদের কাছে যেন হয়ে উঠেছে ‘ওয়ান্ডারল্যান্ড’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন