তুমি আর বাবা বন্ধু হয়ে যাও, মাকে কাতর আর্জি তিয়ানার

তুমি আর ড্যাডি আবার আগের মতো হয়ে যাও মা! তোমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাও। একরত্তি এক শিশু। বয়স মাত্র ছ’বছর। কথাতেও তেমন সড়গড় হয়নি। অথচ কোনও শেখানো বুলি নয়, বিচ্ছেদ হওয়া বাবা-মাকে এক করার এই কাতর আর্জি একান্ত ভাবে তারই, কানাডার বাসিন্দা ছোট্ট তিয়ানার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৭
Share:

তিয়ানা। ছবি ইউটিউবের সৌজন্যে।

তুমি আর ড্যাডি আবার আগের মতো হয়ে যাও মা! তোমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাও। একরত্তি এক শিশু। বয়স মাত্র ছ’বছর। কথাতেও তেমন সড়গড় হয়নি। অথচ কোনও শেখানো বুলি নয়, বিচ্ছেদ হওয়া বাবা-মাকে এক করার এই কাতর আর্জি একান্ত ভাবে তারই, কানাডার বাসিন্দা ছোট্ট তিয়ানার।

Advertisement

সম্প্রতি ইউটিউবে তিয়ানার এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। যা পোস্ট করেছেন তার মা চেরিশ। আর মুহূর্তের মধ্যেই সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছে তিয়ানা।

তিয়ানার কথাও রীতিমতো তাক লেগে যাওয়ার মতো। ওইটুকু এক শিশু যা ভেবেছে তা ভাবতে অক্ষম অনেকেই। শুধু বাবা-মাকে বন্ধু হওয়ার আর্জিই সে জানায়নি। আধো আধো কথায় সে বলেছে, ‘‘সবাইকে হাসি খুশি দেখতে চাই আমি। সবাই শুধু নিজের কথাই ভাবছে। এ ভাবে চলতে থাকলে ভবিষ্যতে মানুষ অমানুষে পরিণত হবে।’’

Advertisement

কেন এমন বলল তিয়ানা? কী এমন ঘটল যা এক নিমেষে এত পরিণত করে তুলল তাকে? হেসে খেলে বেড়ানোর বয়সে ছোট্ট শিশুটির পরিণত কথার পিছনে রয়েছে তার বাবা-মার বিচ্ছেদ। চোখের সামনে বাবা-মার তিক্ত সম্পর্কের সাক্ষী থেকেছে সে। বাবা-মাকে আলাদা হয়ে যেতে দেখেছে সে। আর এই মানসিক যন্ত্রনাই যেন এক ধাক্কায় তাকে ছয় থেকে পরিণত কিশোরী করে তুলেছে।

কিন্তু তিয়ানার আর্জি কি শুনেছে তার বাবা-মা? তা অবশ্য এখনও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন