Viral

‘জীবাণুমুক্ত’ প্রেমিকা চাই! রাস্তায় পোস্টার যুবকের

সেই পোস্টারে নিজের বিবরণ দিয়ে ‘জীবাণুমুক্ত’ প্রেমিকা খোঁজার কথা জানিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ১১:৪৯
Share:

প্রেমিকার খোঁজে পোস্টার। ছবি টুইটার থেকে নেওয়া।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সবাই যখন ভার্চুয়াল দুনিয়ায় ডেট করছেন, তখন প্রেমিকা খুঁজতে শহরের রাস্তায় পোস্টার দিলেন বছর ৩০-এর এক ব্যাক্তি। সেই পোস্টারে নিজের বিবরণ দিয়ে ‘জীবাণুমুক্ত’ প্রেমিকা খোঁজার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে।

Advertisement

প্রেমিকা পেতে রাস্তার ধারে পোস্টার সাঁটানো ওই ব্যক্তির নাম ব্র্যাড। নিউ ইয়র্কের রাস্তায় সাঁটানো পোস্টারে তিনি নিজেকে ‘স্বাস্থ্যবান, আকর্ষণীয় ও ভাল রোজগারকারী’ বলেছেন। করোনাভাইরাস ও তাঁর পরবর্তী সময়ের জন্য প্রেমিকা পেতে চান বলে জানিয়েছেন। তবে সেই গার্লফেন্ডকে হতে হবে জীবাণুমুক্ত! সেই পোস্টারে নিজের ইমেল আইডি-ও দিয়েছেন তিনি।

সে দেশের এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে ব্র্যাড জানিয়েছেন, ‘‘লকডাউন শুরু হওয়ার সময় আমি সিঙ্গল ছিলাম। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কারণে নতুন লোকের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। এটা হুক আপ করার সময় নয়। তাই আমি দীর্ঘমেয়াদের সম্পর্ক চাইছি।’’ এই পোস্টার দেওয়ার পর অনেক মহিলার থেকে সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে ‘জীবাণুমুক্ত প্রেমিকা’ বস্তুটি ঠিক কী, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

Advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় মৃত ২৫০০, তা-ও লকডাউন আংশিক তুলতে চান ট্রাম্প

আরও পড়ুন: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে পাইথন, দেখতে পাচ্ছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement