Elephant

নদীর স্রোতে ভেসে যাচ্ছে মানুষ, বিপদ অগ্রাহ্য করে তাঁকে রক্ষা করল একটি বাচ্চা হাতি!

তার সাহায্যেই ওই ব্যক্তি ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পান। উঠতে পারেন নদীর অপর পাড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৫
Share:

নদীতে ভেসে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করছে বাচ্চা হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নদীতে প্রবল বেগে বইছে জল। সেই নদীর স্রোতে হাবুডুবু খেতে খেতে ভেসে যাচ্ছে এক জন ব্যক্তি। সে সময় নদীর পাড়ে দাঁড়িয়েছিল একটি হাতির পাল। ওই ব্যক্তিকে ভেসে যেতে দেখে নদীতে নেমে পড়ে একটি বাচ্চা হাতি। তার পর সাঁতরে সে চলে আসে ভেসে যাওয়া ওই ব্যক্তির কাছে। তার পর ওই ব্যক্তিকে নিজের শুঁড়ে করে জড়িয়ে ধরে বাচ্চা হাতিটি। তার সাহায্যেই ওই ব্যক্তি ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পান। উঠতে পারেন নদীর অপর পাড়ে।

Advertisement

এই ঘটনার ভিডিয়ো সোমবার নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন সোনু নিগম গুঞ্জন নামের এক ব্যক্তি। তার পরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ভাইরালও হয়েছে সেটি।

বন্যপ্রাণীদের প্রতি প্রায়শই নৃশংস আচরণ করে মানুষ। কিন্তু বন্যপ্রাণীদের এই সহৃদয়তা মুগ্ধ করেছে পশুপ্রেমীদের। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তারা কুর্নিশ জানাচ্ছেন ওই বাচ্চা হাতিকে।

Advertisement

তবে মানুষকে বাঁচানোর ঘটনাটি কবে, কোথায় ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: এক চাকা সাইকেলে নাইজেরীয় খুদের ব্যালান্সের খেলায় মুগ্ধ নেটদুনিয়া

আরও পড়ুন: কানের ভিতর গিজগিজ করছে ছত্রাক! ভিডিয়ো দেখে চমকালেন চিকিৎসক নিজেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন