Viral Video

ভাল পারফরম্যান্সের পুরস্কার! কর্মীদের পা ধুইয়ে দিলেন অফিসের বস

ভাল পারফর্ম করা কর্মীদের মর্যাদা দিতে চিনের একটি অফিসের বস যা করেছেন তা নিয়েই আলোচনায় মেতেছে নেটদুনিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ১৯:১২
Share:

পা ধুইয়ে দেওয়ার প্রতীকী চিত্র। ছবি-শাটারস্টক।

সবাই চান কাজের মর্যাদা পেতে। ভাল কাজ করার প্রতিদান হিসাবে অফিসের শীর্ষ স্থানীয়দের প্রশংসা কাজের উৎসাহও বাড়িয়ে দেয়। ভাল পারফর্ম করা কর্মীদের মর্যাদা দিতে চিনের একটি অফিসের বস যা করেছেন তা নিয়েই আলোচনায় মেতেছে নেটদুনিয়া।

Advertisement

চিনের শানডং প্রদেশের জিনান শহরে গত ২ নভেম্বর ছিল একটি প্রসাধনী সংস্থার বার্ষিক অনুষ্ঠান। সেখানেই সারা বছর ভাল পারফর্ম করার পুরস্কার হিসাবে কর্মীদের পা ধুইয়ে দিয়েছেন ওই সংস্থার ডিরেক্টর ও সিনিয়র একজিকিউটিভ। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল চিনের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ওইবোতে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। ভাইরাল হতেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই প্রসাধনী সংস্থার আট জন কর্মীকে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। পরিশ্রমী ওই কর্মীদের দিকে এগিয়ে এলেন সংস্থার দুই শীর্ষ স্থানীয়। তার পর এক এক করে প্রত্যেকের জুতো মোজা খুলে পা ধুইয়ে দিতে লাগলেন।

Advertisement

বহু নেটিজেন এই উদ্যোগের প্রশংসা করলেও অনেকেই এই কাজকে কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁদের বক্তব্য, পা ধুইয়ে দেওয়ার থেকে মাইনে বাড়ালে তা আরও বেশি বাস্তবসম্মত হত।

আরও পড়ুন: ছুড়ে দেওয়া বল তুলে আনছে বেলুগা তিমি! মানুষ-তিমির খেলার ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: অর্ধেক বয়সীদের হারিয়ে বিকিনি বডি চ্যাম্পিয়ন ৭৩ বছরের এই মহিলা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement