Viral Video

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই বাদুড় খাচ্ছেন মহিলা! ভাইরাল হল ভিডিয়ো

সেখানে এক চিনা মহিলাকে দেখা যাচ্ছে বাদুড়ের মাংস খেতে। তা নিয়েই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১২:১৩
Share:

বাদুড়ের মাংস খাচ্ছেন মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস আতঙ্কে সারা চিন জুড়ে জারি হয়েছে সতর্কতা। সংক্রামিতের সংখ্যা লাফিয়ে বাড়ছে সেখানে। সংক্রমণ রুখতে শুক্রবার মোট ১৩টি শহরের পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বেজিং সরকার। প্রাণিদেহ থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু জীবজন্তু খামারও। কিন্তু এই আবহেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে এক চিনা মহিলাকে দেখা যাচ্ছে বাদুড়ের মাংস খেতে। তা নিয়েই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁতে বসে রয়েছেন মহিলা। তার সামনে রয়েছে সুপের বাটি। তাঁর উপর আস্ত একটি বাদুড়। চপস্টিকে করে সেই বাদুড়কে তুলে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছেন ওই মহিলা।

চারিদিকে যখন করোনাভাইরাস আতঙ্ক, তখন এই ভিডিয়ো দেখে বিরক্ত হয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, সারা চিন যখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন মহিলার দায়িত্বজ্ঞানহীন আচরণ সমর্থনযোগ্য নয়। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

করোনাভাইরাস ইতিমধ্যেই ৪১ জনের প্রাণ কেড়েছে চিনে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন: ১৩ শহর ‘তালাবন্ধ’, চিনে মৃত্যু বেড়ে ২৬, সংক্রমণ ছড়াল ইউরোপেও

আরও পড়ুন: বুনো পশুর মাংসেই বিপদ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন