Donald Duck

ডোনাল্ড ডাকের আদর খাচ্ছে ‘নালা’, ভিডিয়ো দেখেছেন এক কোটিরও বেশি!

ডিজনির জনপ্রিয় কার্টুন চরিত্র ডোনাল্ড ডাককে নিয়ে উন্মাদনা রয়েছে সারা বিশ্বের ছোটদের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৫
Share:

ডোনাল্ড ডাকের কোলে শুয়ে নালা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ডিজনির জনপ্রিয় কার্টুন চরিত্র ডোনাল্ড ডাককে নিয়ে উন্মাদনা রয়েছে সারা বিশ্বের ছোটদের মধ্যে। তবে শুধু ছোটরা নয়, পোষ্যদেরও এই চরিত্রের সঙ্গে খুনসুটিতে মাততে দেখা যায়। যেমন সম্প্রতি মেতেছে দু’বছেরের নালা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ডোনাল্ড ডাকের কোলে মাথা রেখে শুয়ে রয়েছে দু’বছর বয়সী সারমেয় নালা। আর ডোনাল্ড নালার মাথায় হাত বুলিয়ে আদর করছে। নালা চোখ বুজে সেই আদর উপভোগ করছে। সেখানে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘নালা এখানে সারাদিন থাকবে।’ তার পরই নালাকে চুম্বনে ভরিয়ে দিল ওই ডোনাল্ড ডাক।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে গত ২০ সেপ্টেম্বর। তার পর থেকে প্রায় ১ কোটি ১৬ লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিয়ো। কুকুর ও কার্টুন চরিত্রের এই ভালবাসা মোহিত করেছেন নেটিজেনদের।

Advertisement

আরও পড়ুন: জীবনের ‘সেরা’ সেলফি তুলল এই খুদে

আরও পড়ুন: জলের নীচে প্রপোজ! প্রস্তাবে সাড়া প্রেমিকার, তার পর...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement