Viral Video

কুমিরের পাশে গল্ফ বল! দেখুন কী ভাবে আনলেন ওই যুবক

কী ভাবে তিনি বলটি কুড়িয়ে এনেছেন, সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল।

Advertisement

সংবাদ সংস্থা

ফ্লোরিডা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৫:৫৬
Share:

কুমিরের থেকে বল আনছেন যুবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

গল্ফ খেলার সময় বল চলে গিয়েছে জলাশয়ের ধারে। বল কুড়োতে গিয়ে গল্ফার যুবক দেখলেন বলের পাশে শুয়ে রয়েছে একটি কুমির। যে কেউ ওই দৃশ্য দেখে ভয় পেয়ে যাবেন। ওই যুবক কিন্তু পালাননি। পা টিপে টিপে কুমিরের কাছে গিয়ে কুড়িয়ে এনেছেন বলটিকে। কী ভাবে তিনি বলটি কুড়িয়ে এনেছেন, সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডা-তে। সেখানকার কোরাল ওকস গল্ফ কোর্সে খেলতে গিয়েছিলেন কাইলে ডাউনিস ও তাঁর ভাই। বল কুমিরের লেজের কাছে যাওয়ায় সেই বল আনতে গিয়েছিলেন কাইলের ভাই। সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন কাইলে। তিনিই সেই ভিডিয়োটি পোস্ট করেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিয়ো দেখে চমকে যাচ্ছেন নেটাগরিকরা। বিভিন্ন মজাদার মন্তব্যও করছেন তাঁরা। দেখুন সেই ভিডিয়ো—

জানা গিয়েছে, কোরাল ওকস গল্ফ কোর্সে থাকা ওই কুমিরটির নাম চার্লি। ওই গল্ফ কোর্সের জলাশয়েই থাকে সে। তবে সে-ই একমাত্র নয়। ফ্লোরিডার বিভিন্ন গল্ফ কোর্সে রয়েছে এ রকম অসংখ্য কুমির।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন