Viral video

ছুরি হাতে রাস্তায় উৎপাত যুবকের, গাড়ির ধাক্কায় কাবু করল পুলিশ!

যুবকের হাতে ধরা একটি ছুরি। পুলিশ বার বার সেটি ফেলতে বলছে। কিন্তু যুবক কিছুতেই সেই কথা মানতে রাজি নন। উল্টে ছুরি নিয়ে পুলিশ কর্মীদের দিকে এগিয়ে যেতেও দেখা যায় যুবককে।

Advertisement

সংবাদ সংস্থা

নর্দান হোবার্ট, অস্ট্রেলিয়া শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১৭:২৫
Share:

ছুরি নিয়ে উৎপাত করা যুবককে গ্রেফতার পুলিশের। ছবি: টুইটার থেকে নেওয়া।

খোলা ছুরি হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক যুবক আর বার বার আত্মসমর্পণ করতে বলেও কোনও লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত গাড়ির ধাক্কায় কোনও মতে তাকে কাবু করলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। বুধবার সকালের এমনই এক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি অস্ট্রেলিয়ার টাসমানিয়া এলাকার।

Advertisement

টাসামানিয়ার নর্দান হোবার্ট শহরে বুধবার সকালে পুলিশের কাছে খবর যায়, এক ব্যক্তি একটি ওষুধের দোকান লুঠ করারর চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায় সেখানে। কিন্তু ওই যুবক পুলিশের হাতে কোনও ভাবেই ধরা দিতে রাজি নন। বিচিত্র কায়দায় তিনি পুলিশের হাত এড়ানোড় চেষ্টা শুরু করেন।

পুলিশ বা পথচারীদের কেউ ওই যুবকের কাণ্ড ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবকের হাতে ধরা একটি ছুরি। পুলিশ বার বার সেটি ফেলতে বলছে। কিন্তু যুবক কিছুতেই সেই কথা মানতে রাজি নন। উল্টে ছুরি নিয়ে পুলিশ কর্মীদের দিকে এগিয়ে যেতেও দেখা যায় যুবককে।

Advertisement

আরও পড়ুন: ‘লকডাউনে দ্রুত বিবর্তন', মানুষের মতো বানরও ওড়াচ্ছে ঘুড়ি

রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি নীল রঙের গাড়ির দরজা খোলার চেষ্টা করেন অভিযুক্ত যুবক। হয়তো পালাতে চাইছিলেন। কিন্তু দরজা খুলতে পারেননি। এমন সময় পুলিশের একটি গাড়ি তাঁর দিকে এগিয়ে যায়, ধাক্কা দেওয়ার চেষ্টা করে। প্রথম বার সফল হননি গাড়ির চালক।

আরও পড়ুন: মৃত ভেবে মহিলার সৎকারের প্রস্তুতি, বডিব্যাগের মধ্যে নড়ে উঠল দেহ

বার কয়েকের চেষ্টায় শেষে একটু দূর থেকে মোটের উপর যুবকে জোরেই ধাক্কা মারে গাড়িটি। রাস্তার উপর পড়ে যান ওই যুবক। হাত থেকে ছিটকে পড়ে ছুরিটি। এক মহিলা পুলিশ কর্মী সহ প্রায় পাঁচ জন তাঁর দিকে দৌড়ে যান। মাটিতে চেপে ধরে পরিয়ে দেন হাতকড়া।

পরে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবককে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হলেও তাঁর কোনও চোট-আঘাত লাগেনি। যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। সেই সঙ্গে এভাবে ওই যুবককে গ্রেফতার করার গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন