Viral Video

ফুটবল মাঠের সমান পিৎজা বানাল ইতালিয়ান রেস্তোরাঁ

তাদের বানানো পিৎজাটির দৈর্ঘ্য ১০৩ মিটার।    

Advertisement

সংবাদ সংস্থা 

মেলবোর্ন শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৬
Share:

পিৎজাটির দৈর্ঘ্য ১০৩ মিটার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বিশ্বখ্যাত যে সব স্টেডিয়ামে দাপিয়ে বেড়াতে দেখা যায় রোনাল্ডো, মেসিদের, সেই সব স্টেডিয়ামের দৈর্ঘ্য যা হয়ে থাকে, সে মাপেরই পিৎজা বানিয়েছে অস্ট্রেলিয়ার এক ইতালীয় রেস্তোরাঁ। তাদের বানানো পিৎজাটির দৈর্ঘ্য ১০৩ মিটার।

Advertisement

গত বছর থেকেই এ বিশ্ব সাক্ষী থেকেছে বেশ কয়েকটি দাবানলের। তার মধ্যে সম্প্রতি অস্ট্রেলিয়ায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছিল। সেই আগুনের জেরে বাস্তুহীন হয়েছে বহু জীবজন্তু। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দেশের মানুষ। ক্ষতিগ্রস্তদের অর্থসাহায্য করতেই ১০৩মিটার লম্বা পিৎজা বানিয়েছে ওই ইতালীয় রেস্তোরাঁ।

সেই পিৎজা বানাতে পেলিগ্রিনি রেস্তোরাঁর সময় লেগেছে চার ঘণ্টা। তাদের মতে এই পিৎজা থেকে করা যাবে চার হাজার স্লাইস। এই পিৎজা তৈরির ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে উৎসাহ দেখিয়েছেন বিভিন্ন দেশের নেটাগরিক। দেখুন সেই পিৎজা তৈরির ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: নগ্ন হয়ে ঘর মুছে দিয়ে যাবেন মহিলা, খরচ পড়বে ঘণ্টায় প্রায় ৯ হাজার!

আরও পড়ুন: ৭০ বছর পর ফের এই পরজীবীর আতঙ্কে ফ্রান্সে, প্রচারে নামতে হল সরকারকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন