Pakistan

দ্বিতীয় ও তৃতীয় বিয়ের জন্য ভাড়া করলে পাকিস্তানের হল দেবে বিশাল ছাড়!

দ্বিতীয় বিয়ের জন্য পঞ্চাশ শতাংশ। তৃতীয় বিয়ের জন্য পঁচাত্তর শতাংশ। চতুর্থ বিয়ে করলে বিনামূল্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১৬:৫৪
Share:

বিয়েবাড়ির প্রতীকী চিত্র। ফাইল চিত্র।

দ্বিতীয় বিয়ের জন্য পঞ্চাশ শতাংশ। তৃতীয় বিয়ের জন্য পঁচাত্তর শতাংশ। চতুর্থ বিয়ে করলে বিনামূল্যে। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ের জন্য হল ভাড়া করলে এ রকমই বিশাল অঙ্কের ছাড়ের ঘোষণা করল পাকিস্তানের বাহায়ালপুরের একটি বিয়ে বাড়ি হল।

Advertisement

এই ঘটনার খবর দেখানো হয়েছে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে। সেই ভিডিয়ো ক্লিপ নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত। তার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সেই ক্লিপিংয়ে বলা হয়েছে, ‘‘সাহস থাকলে ময়দানে নামো। দ্বিতীয় বিয়ে করে দেখাও। বাহায়ালপুরের একটি বিয়ের হল নিয়ে এসেছে বাম্পার অফার।’’ যদিও এই ছাড় পাওয়ার একটি শর্ত আছে। স্বামী দ্বিতীয় বিয়ের জন্য প্রথম পক্ষের স্ত্রীকে এসে বুক করতে হবে হল। স্ত্রীকে লুকিয়ে বিয়ে করতে চাইলে মিলবে না হল। এই শর্ত শুনে অনেকে ঘাবড়ে গেলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর আবেদন আসছে বলে জানিয়েছেন ওই হলের মালিক।

Advertisement

তিনি বলেছেন, ‘‘এই অফার সম্পর্ক ভাঙার জন্য নয়। সম্পর্ক জোড়ার জন্য। তাই কেউ এলে আমি তাঁকে এই শর্তে হল ভাড়া দেব।’’ দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: দেখুন বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে বজ্রপাতের বিরল দৃশ্য

আরও পড়ুন: আম চুরি করতে পাঁচ ফুট উঁচু পাঁচিল টপকাচ্ছে হাতি! দেখুন মজার ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement